Dilip Ghosh | অবশেষে দিল্লিতে দিলীপ নাড্ডা বৈঠক, কী বার্তা পেলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি?

Dilip Ghosh | অবশেষে দিল্লিতে দিলীপ নাড্ডা বৈঠক, কী বার্তা পেলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি?

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিলীপ ঘোষের (Dilip Ghosh) আলটপকা মন্তব্য যে দলের পছন্দ নয় তা স্পষ্ট করে দিলেন বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। শুক্রবার রাজ্যে প্রধানমন্ত্রী মোদির সভায় ডাক না পেয়ে দিল্লিতে যান দিলীপ ঘোষ। প্রাক্তন রাজ্য সভাপতি নিজের ঘনিষ্ঠ মহলে দাবি করেন, দলের সর্বভারতীয় সভাপতির ডাকেই দিল্লি যাচ্ছেন তিনি। কিন্তু এদিন সকালে নাড্ডার বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা হয়নি দিলীপের। পরে বিকেলে অবশ্য দুই নেতার বৈঠক হয়। কিন্তু বৈঠক থেকে দিলীপের জন্য খুব একটা ইতিবাচক কিছু খবর মেলেনি।

সূত্রের খবর, ঘণ্টাখানেকের বৈঠকে দিলীপকে বুঝিয়ে দেওয়া হয়েছে তিনি যেভাবে বারবার সংবাদমাধ্যমে বেফাঁস মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলছেন, সেটা বরদাস্ত করা হবে না। সংবাদমাধ্যমে নিত্য বক্তব্য দেওয়ার থেকে বিরত থাকতে হবে। গত কয়েক মাসে তার একাধিক কাজে দল যে বিরক্ত বুঝিয়ে দেওয়া হয়েছে সেটাও। যেভাবে দিলীপবাবু মমতার প্রশংসা করে তাঁকে বিভিন্ন দুর্নীতির অভিযোগে ক্লিনচিট দিচ্ছেন তা যে দলের নীতির সঙ্গে খাপ খাচ্ছে না সেকথাও পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। যেভাবে ২১ জুলাই তাঁর দলবদলের জল্পনা ছড়িয়েছে তা নিয়ে তিনি সেভাবে সরব হননি বলেও মনে করছে দল। এই পরিস্থিতিতে বলা চলে দিলীপের মুখে কার্যত লাগাম পড়িয়ে দিয়েছে বিজেপি। দিলীপ বৈঠকের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দিয়ে বলেন, ‘ঘণ্টাখানেক কথা হল, অনেক গল্প হয়েছে।’

লোকসভা ভোটের পর থেকেই বিজেপিতে দিলীপ ঘোষের অবস্থান দুর্বল হতে শুরু করেছে। দলে এখন তাঁর কোনও পদ নেই। কোনও কর্মসূচিতেও আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয় না তাঁকে। সম্প্রতি শমীক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর দিলীপের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর অবশ্য দিলীপ আবার স্বমহিমায় দলে সক্রিয় হবেন বলে মনে করা হচ্ছিল। কিন্তু এদিনের বৈঠকের পর সেই জল্পনারও আপাতত ইতি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *