উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ৭৭ বছর বয়েসে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার দিলীপ দোশি। সোমবার লন্ডনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। ১৯৭৯-১৯৮৩ সালের ক্রিকেট জীবনে তাঁর নজড়কাড়া নিখুত বোলিং গুণমুগ্ধ করে রেখেছিল তাঁর অনুরাগীদের। ভারতের হয়ে ৩৩টি টেস্ট এবং ১৫টি ওয়ানডে খেলা এই বাঁ-হাতি স্পিনারের প্রয়ানে শোকস্তব্ধ গোটা ক্রিকেটদুনিয়া।
জানা গিয়েছে, তিনি দীর্ঘদিন ধরেই লন্ডনে ছিলেন। সোমাবার সেখানেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাঁর প্রয়ানে শোকপ্রকাশ করে এক্স হ্যান্ডেলে তাঁর আত্মার শান্তি কামনায় পোস্ট করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।