Dilip Doshi | দোশির নামে ইডেনে সাজঘর

Dilip Doshi | দোশির নামে ইডেনে সাজঘর

শিক্ষা
Spread the love


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাসখানেক আগে প্রয়াত হয়েছেন তিনি। প্রয়াত দিলীপ দোশির স্মরণে এবার ইডেন গার্ডেন্সের সাজঘরের নামকরণ হচ্ছে বলে খবর। সিএবি-র শীর্ষ কর্তারা ইতিমধ্যেই দোশির নামে ইডেনের সাজঘরের নামকরণের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। খুব দ্রুত সরকারিভাবে তার ঘোষণা হওয়ার কথা। জানা গিয়েছে, ইডেনের হোম টিমের সাজঘরের নাম হবে প্রয়াত দোশির নামে। অতীতে সৌরাষ্ট্রের পাশে বাংলা দলের হয়েও দীর্ঘসময় খেলেছেন দোশি। বাংলা ক্রিকেটে তাঁর অবদানের কথা ভেবেই এমন সিদ্ধান্ত সিএবি-র। এদিকে, সিনিয়ার বাংলা দলের অনুশীলন চলছে জোরকদমে। আজ দুপুরের দিকে অনুশীলন শেষের পর সামান্য সময়ের সঙ্গে সেখানে হাজির হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আগামী সপ্তাহতেও তিনি বাংলা অনুশীলনে ক্রিকেটারদের উৎসাহ দিতে আসতে পারেন বলে খবর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *