উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোনার ঝাড়ু উপহার দিয়েছিলেন আগেই। সেই সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে রথযাত্রার (Digha Ratha Yatra 2025) সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তার আগে তিনটি রথের সামনে আরতি করেন তিনি।
শুক্রবার নির্ধারিত সময় মেনে দুপুর আড়াইটে নাগাদ রথের রশিতে টান পড়ে দিঘায় (Digha)। মুখ্যমন্ত্রী জানান, ব্যারিকেডের ওপার থেকে রথ দেখতে পারবেন সাধারণ মানুষ। অপ্রীতিকর ঘটনা এড়াতেই এমন ব্যবস্থা। সেই মতোই এগিয়ে চলেছে রথ। রাস্তার দু’ধারে ভিড় জমান বহু মানুষ।
এদিন সৈকত শহরে প্রথম রথযাত্রার সাক্ষী হতে প্রচুর মানুষ উপস্থিত রয়েছেন। রথযাত্রার সূচনায় একাধিক নিয়ম পালন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন কলকাতা ইসকনের সহ সভাপতি রাধারমণ দাস সহ অন্যরা। রথযাত্রা উপলক্ষ্যে দিঘায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সেখানে উপস্থিত রয়েছেন।
সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে মন্দিরের দরজা। মন্দিরের ২ নম্বর গেট থেকে সাধারণ মানুষ অবাধে প্রবেশ করতে পারছেন। মন্দিরের ভিতরে গিয়ে তাঁরা জগন্নাথের মূর্তি দর্শন করতে পারছেন। সেই সঙ্গে মন্দিরের ভিতরে সাধারণের জন্য প্রসাদ দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। সবমিলিয়ে সেজে উঠেছে সৈকত শহর।