উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বৃষ্টির ভ্রুকুটি উপেক্ষা করেই ভিড় জমাতে শুরু করেছেন ভক্তরা। দিঘায় প্রথমবারের মতো আয়োজিত হতে চলা জগন্নাথদেবের রথযাত্রা উৎসবের চিত্রটা এই মুহূর্তে খানিকটা এরকমই। জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কড়া নিরাপত্তায় বেঁধে ফেলা হয়েছে চারিদিক।
নব নর্মিত মন্দিরের এক নম্বর গেটের কাছেই রাখা রয়েছে তিনটি সুসজ্জিত রথ- ‘নন্দীঘোষ’ (জগন্নাথ), ‘তালধ্বজ’ (বলরাম), ও ‘দর্পদলন’ (সুভদ্রা)। কিছু সময় পরেই রথে তোলা হবে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার কাঠের মূর্তি।
জানা গিয়েছে, আরতি এবং পুজো শুরু হবে দুপুর ২টোয়। দুপুর আড়াইটে নাগাদ মন্দির থেকে শুরু হবে রথযাত্রা। প্রায় পৌনে এক কিলোমিটার পথ পাড়ি দিয়ে রথ পৌঁছোবে মাসির বাড়ি। বিকেল সাড়ে ৪টের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে পূন্যার্থীদের নিরাপত্তার স্বার্থে রাস্তার দুধারে ব্যারিকেড করার কথা বৃহস্পতিবারেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ব্যারিকেডের ওপার থেকে মানুষেরা রথ দেখতে পারবেন। ব্যারিকেডেও লাগানো থাকবে রথের দড়ি। ফলে সেই দড়ি ছুঁতে পারবেন পুণ্যার্থীরা।