ধূপগুড়ি: ধূপগুড়িতে দশমীতে বিসর্জনের মাঝেই বিষাদের ছায়া। নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ভেতরে ঢুকে পড়লো গাড়ি। ঘটনার জেরে তিনজনের মৃত্যু হয়েছে (Dhupguri Accident)। গুরুতর জখম অন্তত ৩ জন। বৃহস্পতিবার সন্ধ্যায় ধুপগুড়ির ২ নং সেতু লাগোয়া এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, জলপাইগুড়ির দিক থেকে আসা একটি ছোট গাড়ি স্পিড ব্রেকার টপকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানের ভেতরে ঢুকে যা। দোকানের ভেতরে থাকা ক্রেতা এবং বিক্রেতা মিলিয়ে তিনজনকে চাপা দেয় গাড়িটি। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু ঘটে। বাকি একজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। দোকানের বাইরে থাকা কয়েকজন আহত হন।
ধুপগুড়ি দমকল বাহিনী এবং পুলিশের অ্যাম্বুলেন্স আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনাস্থলে এসডিপিও গেইলসেন লেপচা ও ধুপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য সহ বিশাল বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রন করে। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমেছে। ঘাতক গাড়িটিকে পুলিশ ইতিমধ্যে আটক করেছে। জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গনপত বলেন, ‘তিনজন মারা গিয়েছে। বাকি তিনজন আহতকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্য দুর্ঘটনা ঘটেছে। চালকও আহত হয়েছে। ঘাতক গাড়িটিকে আটকানো হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত চালাচ্ছে।’