Dhupguri | প্রেমের প্রস্তাব নাকচ করতেই বিপত্তি! একই পরিবারের ৫ জনকে এলোপাথাড়ি কোপ

Dhupguri | প্রেমের প্রস্তাব নাকচ করতেই বিপত্তি! একই পরিবারের ৫ জনকে এলোপাথাড়ি কোপ

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


শুভাশিস বসাক, ধূপগুড়ি: প্রেমের সম্পর্কে সায় দেয়নি যুবতী। সেই রাগেই যুবতীর বাড়িতে ঢুকে পাঁচজনকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে গেল অভিযুক্ত যুবক! ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মাগুরমারি ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় (Dhupguri)।

স্থানীয় ও পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরে অচেনা নম্বর থেকে যুবতীকে ফোন করে বিরক্ত করত ও প্রেমের প্রস্তাব দিত অভিযুক্ত। যুবতী তাঁর প্রস্তাবে সায় বেশ কয়েকবার ভয় দেখিয়েছে সে। কিন্তু তাতে পাত্তা দেয়নি যুবতী। সেই আক্রোশ বশত রবিবার সন্ধ্যায় ওই যুবক আচমকাই যুবতীর বাড়িতে ঢুকে সামনে যাদের পেয়েছে তাদের প্রত্যেককে ছুরি দিয়ে আঘাত করে। এদের মধ্যে ছিলেন ওই যুবতী সহ তারা বাবা মা, বোন এবং প্রতিবেশী একজনও রয়েছে। আহত পাঁচজনের মধ্যে তিনজনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে (Jalpaiguri Hospital) স্থানান্তর করা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক ডা: রাজ বর্মন।

যুবতীর কাকা বলেন, ‘জঙ্গল দিয়ে নদী পেরিয়ে বাড়িতে ঢুকে ছুরি দিয়ে আঘাত করেছে অভিযুক্ত যুবক।  প্রতিবেশী একজন এসে ঠেকানোর চেষ্টা করলেও তাকেও মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছে। এরআগে বারবার ফোনে বিরক্ত করতে না বললেও শোনে নি।

ঘটনার পর মাগুরমারি ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে৷ তবে অভিযোগ দায়ের না হওয়া পর্যন্ত পুলিশ কিছুই বলতে চাইছে না। ধূপগুড়ি থানার পুলিশ (Dhupguri Police Station) জানিয়েছে, ঘটনায় পুলিশ সক্রিয় ভূমিকা নিয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। তবে নির্দিষ্ট অভিযোগ দায়ের হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *