DHR | পাহাড়ে নতুন লোকোমোটিভ, বাড়ছে জয়রাইড

DHR | পাহাড়ে নতুন লোকোমোটিভ, বাড়ছে জয়রাইড

শিক্ষা
Spread the love


শিলিগুড়ি: দার্জিলিং হিমালয়ান রেলওয়ের (DHR) সামার ফেস্টিভাল চলাকালীনই পাহাড়ে জয়রাইডের জন্য এল নতুন ডিজেল ইঞ্জিন। বেঙ্গালুরু থেকে ডিজেল ইঞ্জিন (Diesel locomotive) মঙ্গলবারই শিলিগুড়ি জংশনের টয়ট্রেন শেডে এসে পৌঁছেছে। শিলিগুড়ি থেকে দার্জিলিং নিয়ে যাওয়া হবে ইঞ্জিনটি। এর বাইরে আরও তিনটি ইঞ্জিন বেঙ্গালুরু থেকে আনা হবে বলে জানা গিয়েছে। ডিএইচআর-এর ডিরেক্টর ঋষভ চৌধুরীর বক্তব্য, ‘ডিজেল ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হচ্ছে। ব্যাপক চাহিদার জন্য মাঝে মাঝেই জয়রাইডের সংখ্যা বাড়াতে হয়। তাই এই সিদ্ধান্ত।’

গরম বাড়তেই পাহাড়ে পর্যটকের সংখ্যা বাড়তে শুরু করেছে। তাই টয়ট্রেনের জয়রাইডের (Joyride) চাহিদাও অনেকটাই বেড়েছে বলে জানাচ্ছেন রেলকর্তারা। এই পরিস্থিতিতে জয়রাইডের সংখ্যা বাড়িয়েও সামাল দেওয়া যাচ্ছে না বলে ডিএইচআর সূত্রে থবর। অন্যদিকে, ডিজেল লোকোমোটিভগুলি অনেক পুরোনো হয়ে যাওয়ায় প্রায়ই মেরামতের জন্য ওয়ার্কশপে পাঠাতে হচ্ছে। যে কারণে মাঝে মাঝে দার্জিলিং-এনজেপি টয়ট্রেন পরিষেবাও বন্ধ রাখতে হচ্ছে। সমস্ত ইঞ্জিন পাহাড়ে জয়রাইডের জন্য ব্যবহার হওয়ায় সমতলে পরিষেবা বন্ধ রাখতে হচ্ছিল। তাই ডিএইচআর-এর পক্ষ থেকে ভারতীয় রেল বোর্ডে আরও নতুন ডিজেল লোকোমোটিভ চেয়ে প্রস্তাব পাঠানো হয়। সেই প্রস্তাব বিবেচনা করে রেল বোর্ড চারটি নতুন ডিজেল লোকো কেনার অনুমতি দেয়। সেইমতো প্রথম ধাপে তিনটি লোকো আসার কথা ছিল। পরের ধাপে একটি ইঞ্জিন আসার কথা। সেইমতো মঙ্গলবার সকালে একটি ডিজেল লোকো এসে পৌঁছায় শিলিগুড়িতে। এই ইঞ্জিনটি ট্রায়াল রানের পর পাহাড়ে নিয়ে যাওয়া হবে। সেখানে জয়রাইডের জন্য ব্যবহার করা হবে বলে ডিএইচআর কর্তারা জানিয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *