Dhankhar Farewell Dinner | প্রাক্তন উপরাষ্ট্রপতিকে বিদায়ী নৈশভোজে আমন্ত্রণ বিরোধীদের, যোগ দেবেন কি জগদীপ ধনকড়?

Dhankhar Farewell Dinner | প্রাক্তন উপরাষ্ট্রপতিকে বিদায়ী নৈশভোজে আমন্ত্রণ বিরোধীদের, যোগ দেবেন কি জগদীপ ধনকড়?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনকড়। স্বাস্থ্যজনিত কারণ দেখিয়ে তিনি ইস্তফা দিয়েছেন বলে খবর। জগদীপ ধনকড়ের জন্য বিদায়ী নৈশভোজের আয়োজন করেছে বিরোধী দলগুলি। সেই নৈশভোজে কি যোগ দেবেন ধনকড়? যদিও সূত্রের খবর, এই নৈশভোজে যোগ দেওয়ার সম্ভাবনা খুবই কম ধনকড়ের।

আকস্মিকভাবে উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনকড়। আর তাঁর পদত্যাগ ঘিরে সরগরম হয় দেশের রাজনীতি। নানা প্রশ্ন তুলে মোদি-অমিত শা-দের তুলোধোনা করে বিরোধীরা। কারণ, রাজ্যসভায় উপরাষ্ট্রপতির বিদায়ের সময় সাধারণত একটি আনুষ্ঠানিক বিদায়ী ভাষণ দেওয়ার রেওয়াজ রয়েছে। কিন্তু ধনকড় সেই সুযোগ পাননি। বিষয়টি নিয়ে রাজ্যসভার ওয়ার্কিং অ্যাডভাইজরি কমিটির বৈঠকে সরব হন বিরোধীরা। বিরোধীদের দাবি, প্রাক্তন উপরাষ্ট্রপতিকে তাঁর বিদায়ী ভাষণ দেওয়ার সুযোগ দেওয়া হোক।

উপরাষ্ট্রপতির পদ থেকে জগদীপ ধনকড়ের পর বিজেপিকে অস্বস্থিতে ফেলতে বিরোধী দলগুলি একজোট হয়ে ধনকড়কে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন। উদ্দেশ্য, তাঁকে একটি প্রাপ্য সম্মান জানানো এবং বিদায়ের সুষ্ঠু পরিসমাপ্তি ঘটানো। বিরোধীরা ধনকড়কে নৈশভোজের নিমন্ত্রণ জানানো হলেও তিনি তা গ্রহণ করেননি বলে সূত্রের খবর। সূত্র বলছে, তিনি সম্ভবত যাবেনও না বিরোধীদের ডাকা নৈশভোজে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *