উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিবার ঢাকায় পৌঁছালেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মূলত রোহিঙ্গা সমস্যা এবং মানবাধিকার বিষয়ক আলোচনার জন্যই তাঁর এই বাংলাদেশ সফর। শুক্রবার বাংলাদেশের বৈদেশিক বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে তাঁর। বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা সংক্রান্ত যাবতীয় বিষয় দেখভালের দায়িত্ব রয়েছে খালিলুর রহমানের ওপর। এদিনের এই বৈঠকে তাঁরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের শাখা সংগঠন ‘ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম’ জানিয়েছিল যে, বাংলাদেশে রোহিঙ্গা উদ্বাস্তুদের দরুন রাষ্ট্রপুঞ্জ যে অনুদান দিত তাতে কাটছাঁটের সম্ভাবনা রয়েছে। এই আবহে গুতরেসের বাংলাদেশ সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এদিন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গেও গুতরেসের বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানা গিয়েছে।