উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বহু প্রতীক্ষার পর অবশেষে মুক্তির আলো দেখতে চলেছে ‘ধূমকেতু’ (Dhumketu)। বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে ছবিটি। তার আগে এদিন নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিলেন ছবির নায়ক-নায়িকা দেব-শুভশ্রী (Dev-Subhashree)।
এই সিনেমার জন্য হাইভোল্টেজ ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে একফ্রেমে ধরা দিয়েছিলেন এই ‘প্রাক্তন’ জুটি। কথোপকথনে পুরোনো আবেগ, মান-অভিমান, খুনসুঁটি ধরা পড়ে। তবে ‘দেশু’ জুটি বুঝিয়ে দেয় তাঁরা আদ্যোন্ত পেশাদার শিল্পী। তাঁদের একসঙ্গে পেয়ে অনুরাগীরাও ফিরে গিয়েছিলেন প্রাক্তন জুটির ‘ব্লকবাস্টার দিনগুলি’তে।
এদিন পুজো দিতে নৈহাটির বড়মার মন্দিরে হাজির হন দেব-শুভশ্রী। সঙ্গে ছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ও। রং মিলান্তি পোশাকে নির্ধারিত সময়ে পৌঁছান তাঁরা। লাল শাড়ি, সিঁদুরে রাঙানো সিঁথিতে করজোরে দেবের পাশে মায়ের পুজো দেন শুভশ্রী। পাশেই লাল রংয়ের পাঞ্জাবিতে বসে দেব।
বাংলাজুড়ে যেভাবে ‘ধূমকেতু’ নিয়ে উন্মাদনা তুঙ্গে, তাতে এই ছবি যে বক্স অফিসে রেকর্ড ব্যবসা করবে, তা আগেই আন্দাজ করে নিয়েছে সিনেমহল। এবার ১৪ অগাস্ট প্রেক্ষাগৃহে এই জুটির ম্যাজিক দেখার অপেক্ষায় অনুরাগীরা।