কিশনগঞ্জ: রেল লাইন পার হতে গিয়ে মৃত্যু (Demise) হল চার তরুণের। শুক্রবার ভোর পাঁচটা নাগাদ পূর্ণিয়া কসবা রেল স্টেশনের মাঝে যোগবাণী-দানাপুরগামী বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Categorical) পার হওয়ার সময় ওই ঘটনাটি হয়েছে।
ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। অপর একজনের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
ওই চারজন তরুণ সারা রাত দুর্গা পূজার সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে বাড়ি ফিরছিলেন। ওইসময় বন্দে ভারত এক্সপ্রেস সেখান দিয়ে পার হচ্ছিল।
পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পূর্ণিয়া সদর হাসপাতালে পাঠায়।
The submit Death | ট্রেনে কাটা পড়ে মৃত্যু চারজনের appeared first on Uttarbanga Sambad.