Delhi Railway Station Stampede | মহাকুম্ভগামী ট্রেনে ওঠার জন্য থিকথিকে ভিড়! কীভাবে পদপিষ্টের ঘটনা ঘটল নয়াদিল্লি স্টেশনে?

Delhi Railway Station Stampede | মহাকুম্ভগামী ট্রেনে ওঠার জন্য থিকথিকে ভিড়! কীভাবে পদপিষ্টের ঘটনা ঘটল নয়াদিল্লি স্টেশনে?

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবার রাতে মহাকুম্ভগামী ট্রেনে ওঠার সময় হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনা ঘটেছে নয়াদিল্লি স্টেশনে (Delhi Railway Station Stampede)। ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮। আহত হয়েছেন অনেকে। এক বিবৃতিতে রেলে তরফে জানানো হয়েছে, নয়াদিল্লি স্টেশনের ১৩ ও ১৪ নম্বর প্ল্যাটফর্মে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। কিন্তু ঠিক কী কারণে নয়াদিল্লির মতো বড় স্টেশনে এই পরিস্থিতি তৈরি হল?

সূত্রের খবর, নয়াদিল্লি থেকে প্রয়াগরাজ যাওয়ার একাধিক ট্রেন রয়েছে। সেই ট্রেনে চেপে মহাকুম্ভ যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে জড়ো হয়েছিল প্রচুর পুণ্যার্থী। অভিযোগ, স্বতন্ত্র সেনানী এক্সপ্রেস এবং ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস এই দুটি ট্রেনই ঠিক সময়ে আসেনি। এই ট্রেন দু’টি প্রয়াগরাজ হয়েই শেষ গন্তব্যে যায়। ফলে ১২, ১৩ এবং ১৪ নম্বর প্ল্যাটফর্মে ক্রমশই ভিড় বাড়ছিল যাত্রীদের। এদিকে রাত ১০টা নাগাদ মহাকুম্ভগামী তৃতীয় ট্রেন প্রয়াগরাজ এক্সপ্রেস স্টেশনের ১৪ নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, এরই মাঝে ১২ ও ১৩ নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেনের আসার কথা, সেটি ১৫ ও ১৬ নম্বর প্ল্যাটফর্মে আসবে বলে ঘোষণা হয়। আর তারপরই প্ল্যাটফর্ম বদলের জন্য ওভারব্রিজে শুরু হয় হুড়োহুড়ি। আর তাতেই পদপিষ্টের ঘটনা ঘটে। ঘটনার পরই আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার রাতে প্রথমে ১৫ জনের মৃত্যুর খবর সামনে আসে। পরে হাসপাতাল থেকে আরও তিন জনের মৃত্যুর খবর জানা যায়। মৃতদের মধ্যে আছেন ১১ মহিলা, চার শিশু এবং তিন জন পুরুষ। এদিকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শনিবার রাত সাড়ে ১১টার জানান যে, নয়াদিল্লি স্টেশনে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *