উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টানা বৃষ্টির জেরে বন্যার আশঙ্কা দিল্লি-এনসিআরে (Delhi-NCR Flood State of affairs)। ইতিমধ্যেই রাজধানী ও আশেপাশের অঞ্চলগুলিতে বন্যার সতর্কতা জারি করা হয়েছে। এদিকে, বৃষ্টির জেরে হুঁ-হুঁ করে বাড়ছে যমুনার জল (Yamuna)। যা ঢুকতে শুরু করেছে লোকালয়ে। মঙ্গলবার সকালে দিল্লির নিম্নাঞ্চল বিশেষত যমুনার তীরবর্তী অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। ব্যারেজগুলি থেকে ক্রমাগত জল ছাড়ায় আরও বাড়তে পারে জলস্তর।
জানা গিয়েছে, হরিয়ানার হাতিকুণ্ড বাঁধ থেকে প্রতি ঘণ্টায় প্রচুর পরিমাণে জল ছাড়া হচ্ছে। যা রাজধানীর নিচু এলাকাগুলিতে বন্যার ঝুঁকি বাড়িয়েছে। যমুনার জলস্তর বৃদ্ধির কারণে মঙ্গলবার বিকেল ৫টা থেকে লোহাপুলেও যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে, মঙ্গলবারও দিল্লিতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
অন্যদিকে, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের জেরে গুরগাঁওতেও (Gurugram) স্কুল-কলেজ ও অফিসগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে স্কুলগুলিকে অনলাইনে ক্লাস করানোর পরামর্শ দেওয়া হয়েছে এবং বেসরকারি সংস্থাগুলিকে ওয়ার্ক ফ্রম হোমের পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। হিরো হোন্ডা চক, প্যাটেল নগর এবং সিগনেচার ব্রিজের কাছে বেশ কিছু জায়গা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছিল। এমনকি দ্বারকা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে বৃষ্টির জল জমে নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ে। পরে ওই রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়। সোমবার দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১০০ মিলিমিটার বৃষ্টি হয় গুরুগ্রামে। ফলে পুরো শহর থমকে যায়। ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল। মঙ্গলবারও আবহাওয়া দপ্তরের তরফে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।