Delhi Meeting polls | ‘প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ কেজরিওয়াল’, আপ ছাড়ার ১ দিনের মাথাতেই গেরুয়া শিবিরে ৮ বিধায়ক!

Delhi Meeting polls | ‘প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ কেজরিওয়াল’, আপ ছাড়ার ১ দিনের মাথাতেই গেরুয়া শিবিরে ৮ বিধায়ক!

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দিল্লি বিধানসভা নির্বাচনের(Delhi Meeting polls) আর বাকি মাত্র ৪ দিন। তাঁর প্রাক্কালে গতকাল অর্থাৎ শুক্রবার দল ছেড়েছিলেন আম আদমি পার্টি(AAP)-র ৮ জন বিধায়ক। আর দল ছাড়ার ২৪ ঘন্টার মধ্যেই শনিবার আপের দলত্যাগী এই ৮ বিধায়ক যোগ দিলেন বিজেপিতে।উল্লেখ্য, আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের(Arvind Kejriwal) বিরুদ্ধে অনাস্থা এবং পার্টির মতাদর্শ থেকে সরে আসার অভিযোগ এনে দল ছেড়েছিলেন এই বিধায়কেরা।

যে ৮ জন বিধায়ক আপ ছেড়ে গেরুয়া শিবিরে নাম লেখালেন তাঁরা হলেন, বন্দনা গৌড়, রোহিত মেহরাউলিয়া, গিরীশ সোনি, মদন লাল, রাজেশ ঋষি, বি এস জুন, নরেশ যাদব এবং পবন শর্মা। আপের সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পরেই তাঁরা জানিয়েছিলেন যে, তাঁরা তাঁদের ইস্তফাপত্রটি বিধানসভার স্পিকারের কাছেও পাঠিয়েছেন।

উল্লেখ্য, এবারের নির্বাচনে আপ(AAP)-এর তরফে টিকিট মেলেনি দলত্যাগী এই ৮ জনের। সেই কারণেই এই দলবদলের সিদ্ধান্ত বলে মনে করছেন অনেকে। তবে দলত্যাগী এই বিধায়কদের দাবি, কেজরিওয়ালের নেতৃত্বে আম আদমি পার্টি তাঁর নীতিবোধ হারিয়ে ফেলেছে। এত বছর ধরে জনগনকে দিয়ে আসা প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ আপ। দলের অন্দরেও নাকি বেড়ে গিয়েছে দুর্নীতি। আর সেই কারণেই নাকি দল ছাড়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তাঁরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *