উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি ও সংলগ্ন এলাকা (Delhi Earthquake)। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা ৪ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। কম্পন কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (Nationwide Middle for Seismology) অনুসারে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৪। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল হরিয়ানার ঝাজ্জর জেলায় (Jhajjar)। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরেই উৎপত্তি হয়েছিল কম্পনের। এই এলাকাটি দিল্লি প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত। দিল্লির পাশাপাশি নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম এবং ফরিদাবাদেও ভূমিকম্প অনুভূত হয়েছে। এমনকি ঝাজ্জর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের পশ্চিমে মিরাট এবং শামলিতেও কম্পন অনুভূত হয়েছে।
EQ of M: 4.4, On: 10/07/2025 09:04:50 IST, Lat: 28.63 N, Lengthy: 76.68 E, Depth: 10 Km, Location: Jhajjar, Haryana.
For extra data Obtain the BhooKamp App https://t.co/5gCOtjcVGs @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/uDNjvD8rWT— Nationwide Middle for Seismology (@NCS_Earthquake) July 10, 2025
যদিও ভূমিকম্পে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর মেলেনি। তবে কম্পনের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে। ভয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন অনেকে।