উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবারের বিধায়ক রেখা গুপ্তাকেই (Rekha Gupta) বেছে নিয়েছে বিজেপি নেতৃত্ব। বুধবার দিল্লিতে বিজেপির পরিষদীয় দলের বৈঠকে তাঁর নাম ঘোষণা করা হয়। বৃহস্পতিবার রামলীলা ময়দানে (Ramlila Floor) বেলা ১২টা ১৫ মিনিট নাগাদ দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন রেখা (Delhi CM Oath Taking Ceremony)। এছাড়াও দিল্লির নবগঠিত মন্ত্রিসভার ছয়জন সদস্যও এদিন শপথ নেবেন। নতুন মুখ্যমন্ত্রীকে শপথবাক্য পাঠ করাবেন লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা। এদিন শপথগ্রহণ উপলক্ষ্যে রামলীলা ময়দানে একটি মেগা ইভেন্টের আয়োজন করেছে বিজেপি।
দিল্লির মুখ্যমন্ত্রীর নাম প্রকাশ্যে আসার আগেই বুধবার দুপুর থেকে রাজধানীতে আমন্ত্রণপত্র বিলির কাজ শুরু হয়ে গিয়েছিল। জানা গিয়েছে, এই মেগা ইভেন্টে প্রায় ৩০ হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা, দলের সভাপতি জেপি নাড্ডা সহ দলীয় নেতারা শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রী সহ দিল্লির নির্বাচনের প্রচারে অংশ নেওয়া অন্যান্য রাজ্যের বিজেপি নেতা-কর্মীরাও উপস্থিত থাকবেন। ৫০ জনেরও বেশি চলচ্চিত্র তারকা এবং শিল্পপতিদের উপস্থিত থাকার কথা রয়েছে। বড় বড় দেশের কূটনীতিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও বাবা রামদেব, স্বামী চিদানন্দ, বাবা বাগেশ্বর ধীরেন্দ্র শাস্ত্রী এবং অন্যান্য ধর্মীয় ব্যক্তিত্বরাও উপস্থিত থাকবেন। দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এমনকি দিল্লির কৃষক থেকে শুরু করে অটোচালক সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগী সাধারণ মানুষকেও আমন্ত্রণ জানানো হয়েছে এই মেগা ইভেন্টে।
২৭ বছর পরে ফের দিল্লিতে জিতেছে বিজেপি। ৭০ আসনের বিধানসভায় বিজেপি জয়ী হয়েছে ৪৮টি আসনে। নির্বাচনের ফলপ্রকাশের ১১ দিনের মাথায় দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে রেখা গুপ্তার নাম ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রায় ২৫ হাজারেরও বেশি পুলিশকর্মী এবং ১৫ কোম্পানিরও বেশি আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। রামলীলা ময়দান এবং তার আশেপাশেই প্রায় ৫ হাজারেরও বেশি পুলিশ এবং আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।