উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিলিতে সরকারি বৈঠকে মুখ্যমন্ত্রী (Delhi CM) রেখা গুপ্তার (Rekha Gupta) পাশে বসে রয়েছেন তাঁর স্বামী মণীশ গুপ্তা (Manish Gupta)। সম্প্রতি এই ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। এই ঘটনার সঙ্গে ‘ফুলেরা পঞ্চায়েত’-এর (Phulera Panchayat) উদাহরণ টেনেও কটাক্ষ করেছে বিরোধী দল আম আদমি পার্টি (AAP)। কারণ ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এও দেখা গিয়েছিল, ফুলেরা গ্রাম পঞ্চায়েতে নির্বাচনে মঞ্জুদেবী জিতলেও, পঞ্চায়েত প্রধানের দায়িত্ব সামলাতেন তাঁর স্বামীই। আর সেজন্যই দিল্লির মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে ‘ফুলেরা পঞ্চায়েত’-এর সঙ্গে তুলনা টানা হয়েছে।
রবিবার শালিমার বাগ বিধানসভা কেন্দ্রের উন্নয়ন প্রকল্পগুলি পর্যালোচনা করার জন্য একটি বৈঠক ডেকেছিলেন দিলির মুখ্যমন্ত্রী। সেখানেই রেখার পাশে হলুদ শার্ট পরে বসে থাকতে দেখা গিয়েছে তাঁর স্বামী, ব্যবসায়ী তথা সমাজকর্মী মণীশকে। সেই ছবি মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই উঠতে থাকে প্রশ্ন। দিল্লি সরকারের অংশ না হয়েও সরকারি বৈঠকে মুখ্যমন্ত্রীর স্বামীর উপস্থিতিকে ‘অসাংবিধানিক’ বলে অভিহিত করেছেন আম আদমি পার্টির ইনচার্জ সৌরভ ভরদ্বাজ।
এরপরই ‘পঞ্চায়েত’ সিরিজের ‘ফুলেরা’ গ্রামের সঙ্গে তুলনা টেনে তিনি বলেন, ‘দিল্লি সরকার এখন ফুলেরা পঞ্চায়েতে পরিণত হয়েছে। ঠিক ফুলেরায় যেমন মহিলা পঞ্চায়েত প্রধানের স্বামী পঞ্চায়েত প্রধানের ভূমিকা পালন করতেন, তেমনি আজ দিল্লিতেও মুখ্যমন্ত্রীর স্বামীকে সরকারি বৈঠকে বসে থাকতে দেখা গেল। এটা সম্পূর্ণ অসাংবিধানিক। দেশের রাজধানীতে গণতন্ত্র এবং সাংবিধানিক ব্যবস্থাকে এইভাবে উপহাস করা হচ্ছে।’
আপ নেতা সঞ্জয় সিংও দিল্লির মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, ‘ফুলেরা পঞ্চায়েতে আপনাকে স্বাগতম। প্রধানমন্ত্রী মোদি দিল্লিতে দু’জন মুখ্যমন্ত্রী নিয়োগ করেছেন। রেখা গুপ্তা হলেন মুখ্যমন্ত্রী। আর তাঁর স্বামী হলেন সুপার মুখ্যমন্ত্রী। বিজেপি ৬ মাসেই দিল্লিকে ধ্বংস করে দিয়েছে।’
যদিও এই রাজনৈতিক বিতর্কের আবহে পালটা জবাব দিয়েছে বিজেপি-ও। সরকারি বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রীর স্বামী উপস্থিতিতে ‘কোনও ভুল নেই’ বলে জানানো হয়েছে। দিল্লির বিজেপি নেতা হরিশ খুরানা সমস্ত অভিযোগ খারিজ করে বলেছেন, ‘মনীশ গুপ্তা কেবল রেখা গুপ্তার স্বামী নন, তিনি শালিমার বাগের নির্বাচনি এলাকাও দেখাশোনা করেন। সেখানকার জনগণের প্রতিনিধি হয়েই ওই বৈঠকে ছিলেন তিনি। বৈঠকটি কেবল আধিকারিকদের জন্য ছিল না। কয়েকজন বাসিন্দাও সেখানে উপস্থিত ছিলেন।’
বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যও রেখা গুপ্তার পক্ষ নিয়ে বিরোধীদের বলেন, কেবল একজন মহিলা হওয়ার কারণে রেখা গুপ্তাকে টার্গেট করা বন্ধ করুন।’ দিল্লির মুখ্যমন্ত্রীকে টার্গেট করার জন্য আপের আরও বাস্তব কিছু খুঁজে বের করা উচিত বলে সমালোচনাও করেছেন তিনি।
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলেও একই রকম বিতর্ক শুরু হয়েছিল। সেবারও দিল্লিতে একটি সরকারি বৈঠকে মণীশকে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল। কিন্তু সেখানে উপস্থিত ছিলেন না রেখা।