Delhi CM | দিল্লিতে বিজেপির প্রত্যাবর্তন, নয়া মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেখা গুপ্তা

Delhi CM | দিল্লিতে বিজেপির প্রত্যাবর্তন, নয়া মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেখা গুপ্তা

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২৭ বছর পরে ফের দিল্লিতে ক্ষমতায় ফিরল বিজেপি। বৃহস্পতিবার রামলীলা ময়দানে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী (Delhi CM) হিসেবে শপথগ্রহণ করলেন রেখা গুপ্তা (Rekha Gupta)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ দলীয় নেতৃত্বের উপস্থিতিতে রেখাকে শপথবাক্য পাঠ করান লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা।

এদিন রেখার সঙ্গে নতুন মন্ত্রিসভার ছয় সদস্যও শপথ নেন। নতুন মন্ত্রীদের মধ্যে রয়েছেন প্রবেশ বর্মা, মনজিন্দর সিং সিরসা, কপিল মিশ্র, আশিস সুদ, পঙ্কজ কুমার সিং এবং রবীন্দ্র ইন্দ্ররাজ সিং। তবে কাকে কোন দপ্তরের দায়িত্ব দেওয়া হবে, তা এখনও ঘোষণা করা হয়নি। বিধানসভার স্পিকার হিসেবে শপথ নিয়েছেন বিজেন্দ্র গুপ্তা। সেই সঙ্গে ডেপুটি স্পিকার হয়েছেন মোহন বিষ্ট।

মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ উপলক্ষ্যে রামলীলা ময়দানে একটি মেগা ইভেন্টের আয়োজন করেছিল বিজেপি। দুপুর ১২টা নাগাদ রামলীলা ময়দানে উপস্থিত হন প্রধানমন্ত্রী মোদি। তাঁর পাশাপাশি দেশের বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীরা উপস্থিত ছিলেন এই মেগা ইভেন্টে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা, বিজেপির একাধিক পদাধিকারী এবং জোটসঙ্গীরা আগে পৌঁছে গিয়েছিলেন রামলীলা ময়দানে। টিডিপির চন্দ্রবাবু নায়ডু, জনসেনার পবনকল্যাণ, এনসিপির অজিত পাওয়ার, এনপিপির কনরাড সাংমা, শিবসেনার একনাথ শিন্ডে সহ আরও অনেকে। এদিন প্রায় ৩০ হাজার আমজনতা ভিড় জমিয়েছিলেন রামলীলা ময়দানে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *