নয়াদিল্লি: বেশিরভাগ দলই অধিনায়ক নির্বাচনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়ে ফেলে। যদিও এই ব্যাপারে এখনও ধীরে চলো নীতিতেই আটকে দিল্লি ক্যাপিটালস। গত কয়েক বছরের অধিনায়ক ঋষভ পন্থ বর্তমানে লখনউ সুপার জায়েন্টসের নেতৃত্বে। কিন্তু ঋষভের শূন্য জুতোয় কে পা রাখবে, এখনও তা চূডান্ত নয়।
দৌড়ে একাধিক নাম-অক্ষর প্যাটেল, ফাফ ডুপ্লেসির সঙ্গে লোকেশ রাহুল। ডুপ্লেসি গত মেগা লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নেতৃত্ব দিয়েছেন। লোকেশ সামলেছেন লখনউয়ের অধিনায়কত্ব। তবে আইপিএল নেতৃত্বে অভিজ্ঞ দুই তারকা নয়, এগিয়ে অক্ষরই।
টিম সূত্রের খবর, ভারতীয় টি২০ দলের বর্তমান অধিনায়কেই নাকি আস্থা রয়েছে পার্থ জিন্দালদের। অধিনায়ক করার ভাবনাতেই ১৬.৫ কোটি টাকায় অক্ষরকে ধরে রাখা হয় এবার। ডুপ্লেসি অভিজ্ঞ। কিন্তু বয়স তাঁর বিপক্ষে যাচ্ছে। লোকেশের ফর্ম নিয়ে চাপানউতোরও ভাবাচ্ছে।
সেদিক থেকে গত একবছরে অক্ষরের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। সাদা বলে আন্তর্জাতিক ক্রিকেটে টপ অর্ডারে ব্যাট হাতে যেমন সফল, তেমনই বোলিংয়ে ভরসা জোগাচ্ছেন। দীর্ঘদিন দিল্লি ক্যাপিটালসেও রয়েছেন। রাতারাতি ভাবনায় বদল না ঘটলে শীঘ্রই অক্ষরের নাম ঘোষণাও হয়তো করবে দিল্লি ফ্র্যাঞ্চাইজি।
এদিকে, চোটের জন্য ছিটকে যাওয়া আল্লাহ গজনফারের বদলি হিসেবে আফগানিস্তানের মুজিব-উর-রহমানকে নিচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলে নতুন নন মুজিব। ১৭ বছর বয়সেই মেগা লিগে অভিষেক ঘটে। একাধিক দলে খেললেও গত নিলামে জায়গা হয়নি। জাতীয় দলের সতীর্থ গজনফারের (৪.৮ কোটি টাকায় নিয়েছিল মুম্বই) চোটে আইপিএলের দরজা খুলে গেল মুজিবের। কাকতালীয়ভাবে গতবার মুজিব চোট পাওয়ার পর কলকাতা নাইট রাইডার্স নিয়েছিল গজনফারকে। এবার গজনফারের বদলি হিসেবে মুম্বইয়ে মুজিব!
গুজরাট টাইটান্স আবার তরুণ অধিনায়ক শুভমান গিলকে নিয়ে ট্রফি পুনরুদ্ধারের মেজাজে। দলের সিওও অরবিন্দার সিং বলেছেন, ‘শুধু আমাদের নয়, শুভমানের কাছে প্রত্যাশা গোটা ক্রিকেট বিশ্বের। গুজরাট টাইটান্স ওকে লিডারশিপ দক্ষতা ঝালিয়ে নেওয়ার সুযোগ দিয়েছে। গতবার সাফল্য সেভাবে না এলেও নেতৃত্বের ভূমিকায় ওর প্রচেষ্টা প্রশংসনীয় ছিল। এবারও দায়িত্ব সামলাবে।’