Delhi | বচসার জেরে ১৫ বছরের ছাত্রকে পিটিয়ে খুন, আটক একাধিক

Delhi | বচসার জেরে ১৫ বছরের ছাত্রকে পিটিয়ে খুন, আটক একাধিক

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দিল্লির মঙ্গলপুরি এলাকায় এক ১৫ বছর বয়সী স্কুল ছাত্রকে পিটিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে অপর এক ছাত্র ও তার সঙ্গীদের হামলায় গুরুতর আহত হয় ওই ছাত্র। এরপর হাসপাতালে চিকৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। এই ঘটনায় ইতিমধ্যেই একাধিক অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, নিহত ছাত্রটি দশম শ্রেণিতে পড়ত। সপ্তাহখানেক আগে এক সামান্য বিষয় নিয়ে দুই ছাত্রের মধ্যে বিবাদ হয়। সেই ঘটনার জেরেই এদিনের এই হামলা চালানো হয় বলে মনে করা হচ্ছে। জানা গেছে, এদিন বিকেলের দিকে অভিযুক্ত ছাত্রটি কয়েকজন সঙ্গী নিয়ে ওই কিশোরকে মারধর করে। এই হামলায় স্কুলের বাইরের কিছু যুবকও যুক্ত ছিল বলে অভিযোগ। আহত অবস্থায় ছাত্রটিকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পরই পুলিশ একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে একাধিক অভিযুক্তকে আটক করা হলেও, বাকি অভিযুক্তদের সন্ধানে একাধিক দল গঠন করা হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। পাশাপাশি, ঘটনার সময় উপস্থিত প্রত্যক্ষদর্শীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *