Delhi | দিল্লির ৫০টিরও বেশি স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ইমেল! ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

Delhi | দিল্লির ৫০টিরও বেশি স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ইমেল! ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের দিল্লির (Delhi) স্কুলগুলিতে বোমাতঙ্ক। ৫০টিরও বেশি স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি (Bomb Risk) ইমেল ঘিরে শোরগোল। বুধবার এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুমকি ইমেল পাওয়া স্কুলগুলির মধ্যে মালব্যনগর ও করোল বাগের স্কুলও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবারও রাজধানীজুড়ে ৩২টি স্কুলে এমন হুমকি ইমেল পাঠানো হয়েছিল। যদিও পরে দেখা যায় সবটাই গুজব। দিল্লির দমকল বিভাগ জানিয়েছিল, সকাল সাড়ে ৭টা থেকে বেলা প্রায় সাড়ে ১২টার মধ্যে স্কুলগুলিতে ফোন করা হয়েছিল। এসেছিল হুমকি মেলও।

দিনদুয়েকের মধ্যে ফের স্কুলগুলিতে একই হুমকি ইমেল পাঠানো হল। এদিন এমন হুমকি ইমেল পাওয়ার পরই দ্রুত খালি করে দেওয়া হয়েছে স্কুলগুলি। দ্রুত খবর যায় পুলিশে। স্কুলগুলিতে পৌঁছেছে স্নিফার ডগ ও বম্ব ডিজপোজাল স্কোয়াড (Bomb Disposal Squads)। চলছে তল্লাশি। ঘটনাস্থলে হাজির দমকলও। যদিও এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *