উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজধানী প্রবল বৃষ্টিপাত। বিল্ডিং ধসে (Constructing Collapse) মৃত্যু হল ৪ জনের। শুক্রবার গভীর রাতে দিল্লির (Delhi) মুস্তাফাবাদ (Mustafabad) এলাকায় ঘটনাটি ঘটে। এখনও ধ্বংসস্তূপে অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ চলছে। পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে রয়েছে।
#WATCH | Delhi: Mustafabad constructing collapse caught on digital camera.
As per Delhi Police, “Among the many 10 individuals who had been taken out, 4 succumbed. Rescue operations nonetheless underway”
(Supply – native resident) https://t.co/lXyDvOpZ3q pic.twitter.com/NlknYWODRR
— ANI (@ANI) April 19, 2025
দিল্লি পুলিশের সহকারি ডিসি (উত্তর-পূর্ব) সন্দীপ লাম্বা জানিয়েছেন, রাত প্রায় ৩টা নাগাদ বাড়িটি ভেঙে পড়ে। ভিতরে অনেকেই ছিলেন। তাঁরা ধ্বংসস্তূপে আটকে পড়েন। ১৪ জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা গিয়েছে বলে জানান ডিসিপি। তাঁদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। এখনও উদ্ধারকাজ চলছে। জখমদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দিল্লির দমকল বিভাগের তরফে জানানো হয়, গভীর রাতে বাড়ি ভেঙে পড়ার খবর পেয়ে সেখানে পৌঁছান তাঁরা। ঘটনাস্থলে পৌঁছে দেখেন, একটা চারতলা বাড়ি ভেঙে পড়েছে। অনেকে ধ্বংসস্তূপে আটকে আছেন। দমকল কাজ করছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও (NDRF) উদ্ধারকাজ চালাচ্ছে।
বাড়িটি ভেঙে পড়ার মুহূর্ত এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে। সেই ভিডিও প্রকাশ করেছে একটি সংবাদসংস্থা (ভিডিও’র সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ)।