Delhi | কোটি টাকার হেরোইন সহ গ্রেপ্তার দিল্লির ‘লেডি ডন’, কীভাবে চালাতেন গ্যাং?

Delhi | কোটি টাকার হেরোইন সহ গ্রেপ্তার দিল্লির ‘লেডি ডন’, কীভাবে চালাতেন গ্যাং?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বহুদিন ধরে ধরাছোয়ার বাইরে থেকে অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হল দিল্লির ‘লেডি ডন’(Girl Don) ওরফে জোয়া খান। কুখ্যাত গ্যাংস্টার হাসিম বাবার তৃতীয় পত্নী এই জোয়া। এদিন পুলিশ জোয়াকে ২৭০ গ্রাম হেরোইন সহ হাতেনাতে গ্রেপ্তার করে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, হাসিম বাবা জেলে যাওয়ার পর থেকে তার গ্যাং চালানোর দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেন ৩৩ বছর বয়সি জোয়া(Zoya Khan)। কিন্তু নিজের স্বামীর অবৈধ ব্যাবসার রাশ পুরোপুরি নিজের হাতে রাখলেও, খুব সাবধানেই নিজের ‘অপারেশন’ চালাত জোয়া। ফলে পুলিশের পক্ষে জোয়ার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করা মুশকিল হয়ে উঠছিল। কিন্তু অবশেষে পুলিশের জালে ধরা পড়েই গেল দিল্লির ‘লেডি ডন’।

উল্লেখ্য,কুখ্যাত গ্যাংস্টার হাসিমের তৃতীয় স্ত্রী এই জোয়া। জোয়া এর আগেও বিয়ে করেছিলেন। সেই স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পর ২০১৭ সালে হাসিমের সঙ্গে বিয়ে করেন তিনি। এইমুহূর্তে জেলবন্দি হাসিমের বিরুদ্ধে এক ডজনের ওপর কেস চলছে যার মধ্যে রয়েছে মার্ডার, তোলাবাজি এবং অস্ত্র পাচারের মত অপরাধ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *