উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেরাদুনের (Dehradun Hit-And-Run) রাস্তায় মর্মান্তিক দুর্ঘটনা। বুধবার রাতের অন্ধকারে দ্রুত গতিতে আসা একটি গাড়ি পিষে দিল ৪ জনকে। দুর্ঘটনায় জখম হয়েছেন ২ জন।
পুলিশ সূত্রে খবর, কাজ শেষ করে ফিরছিল একদল শ্রমিক। তখনই তাঁদের চাপা দিয়ে দ্রুতগতিতে চলে যায় গাড়িটি। রাজপুর থানা এলাকায় উত্তরাঞ্চল হাসপাতালের কাছে দুর্ঘটনায় জখম হয়েছেন আরও দু’জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িটি রাজপুর বাসস্ট্যান্ডের দিক থেকে দ্রুতগতিতে আসছিল। উত্তরাঞ্চল হাসপাতালের সামনে ওই গাড়িটি শ্রমিকদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের।
দেরাদুনের এসএসপি অজয় সিং জানিয়েছেন, ওই এলাকার সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। দেখা যাচ্ছে, গাড়িটি তাঁদের ধাক্কা মেরে পালিয়ে যায়। গাড়িটির রেজিস্ট্রেশন চণ্ডীগড়ের। ওই গাড়ির চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। গাড়িটিকে উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।