উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল দেস্কঃ সোমবার রাতে আকস্মিক মেঘভাঙা বৃষ্টির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন। প্রবল বর্ষণে তপোবনের বেশ কয়েকটি বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। এর পাশাপাশি সাহস্ত্রধারা ও আইটি পার্ক এলাকায় মারাত্মক জল জমেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত দুজন ব্যক্তির নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
এই মেঘভাঙা বৃষ্টির ফলে কার্লিগাড নদীতে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দেয়। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।অবিরাম বর্ষণের কারণে নদীর জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় একটি গুরুত্বপূর্ণ সেতু ভেঙে পড়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami) এক্স (পূর্বের টুইটার)-এ জানিয়েছেন যে, সাহস্ত্রধারা, দেরাদুনে ভারী বৃষ্টির কারণে কিছু দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান যে, তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং পরিস্থিতি ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট সাবিন বনসাল, এসডিএম কুমকুম জোশি এবং অন্যান্য কর্মকর্তারা রাতেই ঘটনাস্থলে পৌঁছে যান। ম্যাজিস্ট্রেট উদ্ধারকারী দলগুলোকে নিখোঁজ দুই ব্যক্তিকে দ্রুত খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন।
বর্তমানে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (NDRF), রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (SDRF) এবং সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (PWD)-এর কর্মীরা বুলডোজার নিয়ে উদ্ধারকাজ চালাচ্ছেন। দুর্যোগের কারণে দেরাদুনের ক্লাস ১ থেকে ১২ পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে।