Deepika Padukone | অভিনয়ের বদলে এবার প্রযোজনা! ‘দ্য ইন্টার্ন’ ছবির রিমেকে অন্য ভূমিকায় দীপিকা

Deepika Padukone | অভিনয়ের বদলে এবার প্রযোজনা! ‘দ্য ইন্টার্ন’ ছবির রিমেকে অন্য ভূমিকায় দীপিকা

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অভিনয়ের বদলে এবার প্রযোজনা! নিজের কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। জানা যাচ্ছে, ‘দ্য ইন্টার্ন’ (The Intern) সিনেমার রিমেকে অন্য ভূমিকায় দেখা যাবে রণবীরঘরনিকে। অভিনয়ের বদলে প্রযোজনায় মন দিচ্ছেন তিনি। মুম্বইয়ের এক সংবাদসংস্থা সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, তবে অভিনয়কে কি এখন বিদায় জানাচ্ছেন অভিনেত্রী? রুপোলি পর্দায় আর কি তাঁর জাদু দেখা যাবে না?

২০১৫ সালের হলিউড ছবি ‘দ্য ইন্টার্ন’-এর রিমেক হচ্ছে। রবার্ট ডি নিরো এবং অ্যান হ্যাথওয়ে অভিনীত সিনেমায় ঋষি কাপুর ও দীপিকা পাড়ুকোন অভিনয় করেছিলেন। ঋষি কাপুরের প্রয়াণের পর রিমেকে তাঁর অভিনীত চরিত্রটির জন্য ‘বিগ বি’-কে নেওয়া হয়েছে। রিমেকে অভিনয় করার কথা ছিল দীপিকারও। তবে শোনা যাচ্ছে, সিনেমায় অভিনয়ের চেয়ে প্রযোজনায় বেশি আগ্রহী তিনি। নির্মাতাদের সেকথা জানিয়েছেন দীপিকা। তাঁর ইচ্ছে, নিজের প্রযোজনা সংস্থা কেএ প্রোডাকশন থেকে এককভাবে ছবিটি তৈরি করার।

প্রসঙ্গত, ৮ ঘণ্টা কাজের সময় নিয়ে বিতর্ক অব্যাহত। জানা যায়, ব্যক্তিগত ও পেশাগত জীবনে সুন্দর ভারসাম্য বজায় রাখতে এই সিদ্ধান্ত রণবীরঘরনি। এর জেরে ‘স্পিরিট’ থেকে নিজেই সরে দাঁড়ান বলিউডের ‘পিকু’। আর এবার ‘দ্য ইন্টার্ন’ নিয়ে এমন তথ্য সামনে এল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *