উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিচারপতির বাড়ি থেকে টাকা উদ্ধারের (Money Restoration) ঘটনায় নয়া মোড়। দিল্লির দমকল বিভাগের প্রধান অতুল গর্গের দাবি, ঘটনার দিন আদৌ কোনও টাকা উদ্ধার করেননি দমকল কর্মীরা। এর আগে খবর ছড়িয়েছিল দিল্লি হাইকোর্টের (Delhi Excessive Court docket) বিচারপতি যশবন্ত ভার্মার বাসভবন থেকে আগুন নেভাতে গিয়ে প্রচুর পরিমাণে নগদ অর্থ উদ্ধার করেন দমকল কর্মীরা। এই খবর ছড়িয়ে পড়তেই সুপ্রিম কোর্ট পর্যন্ত হস্তক্ষেপ করে। সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারকের বিরুদ্ধে তদন্ত শুরু করে। যা নিয়ে শুক্রবার দিনভর সরগরম ছিল রাজধানী। এরই মধ্যে খবর আসে বিচারপতি ভার্মাকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করা হয়েছে। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্টের আইনজীবীরা। যদিও পরে শীর্ষ আদালত স্পষ্ট করে বলেছে যে বিচারপতি ভার্মাকে বদলি করা হয়নি, এই বিষয়ে একটি প্রস্তাব বিবেচনাধীন রয়েছে। বিচারপতির বাসভবনে কোনও ঘটনার সঙ্গে এই প্রস্তাবের কোনও সম্পর্ক নেই।
কিন্তু এদিন অতুল গর্গ বলেন, ‘১৪ মার্চ রাত ১১.৩৫ মিনিটে তুঘলক রোডে বিচারকের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে কন্ট্রোল রুমে একটি ফোন আসে, যার পরে দুটি দমকলের ইঞ্জিন রাত ১১.৪৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার সময় বিচারপতি ভার্মা দিল্লিতে ছিলেন না। স্টেশনারি এবং গৃহস্থালীর জিনিসপত্র মজুদ থাকা একটি স্টোর রুমে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ১৫ মিনিট সময় লাগে।’ তিনি আরও বলেন, ‘আগুন নেভানোর পরপরই আমরা পুলিশকে ঘটনা সম্পর্কে অবহিত করি। কিন্তু দমকলকর্মীরা তাদের অগ্নিনির্বাপণ অভিযানের সময় কোনও নগদ অর্থ খুঁজে পায়নি।’