উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রংয়ের উৎসব পরিণত হল বিষাদে! শুক্রবার প্রয়াত হয়েছেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের (Ayan Mukherji) বাবা দেব মুখোপাধ্যায় (Deb Mukerjee’s Demise)। ঘনিষ্ঠ সূত্রে খবর, মাসখানেক ধরেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন অয়নের বাবা। এদিন সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
এদিকে কঠিন সময়ে বন্ধুর পাশে দাঁড়াতে দোল উদযাপন বাদ দিয়ে আলিবাগ থেকে মুম্বইয়ে ছুটে যান রণবীর কাপুর (Ranbir Kapoor)-আলিয়া ভাট (Alia Bhatt)। রংয়ের উৎসবের দিন দেব মুখোপাধ্যায়ের প্রয়াণের খবর সামনে আসতেই শোকের ছায়া নেমে এসেছে বলিউডে (Bollywood)। একাধিক তারকা হাজির হয়েছেন জুহুর পবনহংস শ্মশানে। সেখানেই দেব মুখোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হবে। জানা গিয়েছে, কাকার প্রয়াণের খবর পেয়ে ছুটে এসেছেন কাজল, রানি মুখোপাধ্যায়রাও।
দেব মুখোপাধ্যায় অয়ন মুখোপাধ্যায়ের বাবা বলে পরিচিত হলেও বলিউডের একসময়কার জনপ্রিয় অভিনেতা তিনি। ‘আঁশু বন গ্যয়ে ফুল’, ‘অভিনেত্রী’, ‘দো আঁখে’, ‘বাতো বাতো মে’র মতো একাধিক ছবিতে দেখা গিয়েছে তাঁকে।