রাহুল মজুমদার, শিলিগুড়ি: ভোল বদল ঘটছে দার্জিলিং স্টেশনের (Darjeeling Railway Station)। ঐতিহ্য ধরে রেখে স্টেশনটিকে আধুনিকতার মোড়ক দিতে উদ্যোগী হয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। স্টেশনের করিডর থেকে প্ল্যাটফর্ম, ওয়েটিং এরিয়া সহ সমস্তকিছুরই সংস্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল বোর্ডের সবুজ সংকেত মেলায় শুক্রবার ওয়ার্ল্ড হেরিটেজ দিবসে বিষয়টি সামনে নিয়ে আসা হয় ডিএইচআর-এর তরফ থেকে। কেমন হবে নতুন লুক, তা অ্যানিমেশনের মধ্যে দিয়ে একটি শর্ট ভিডিও তৈরি করা হয়েছে। ডিএইচআর সূত্রে খবর, স্টেশন সংস্কারের জন্য একটি বেসরকারি সংস্থাকে ডিটেলড প্রোজেক্ট রিপোর্ট (ডিপিআর) তৈরির দায়িত্ব দেওয়া হচ্ছে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর ঋষভ চৌধুরীর বক্তব্য, ‘দার্জিলিং স্টেশন ইউনেসকোর হেরিটেজ স্বীকৃতিপ্রাপ্ত। ফলে নকশায় তেমন পরিবর্তন ঘটানো হচ্ছে না। কিন্তু নকশার বদল না ঘটিয়ে সংস্কার করা হবে। নতুন কিছু ওয়েটিং রুম তৈরির পাশাপাশি ফলক জুড়বে।’
ইংরেজ আমলে তৈরি দার্জিলিং স্টেশনের প্রতিটি খাঁজেই ব্রিটিশ স্থাপত্যের প্রকাশ। বেশ কয়েকবার রঙের প্রলেপ পড়লেও, বড় ধরনের কোনও সংস্কারের কাজ করা হয়নি। কিন্তু এবার ঐতিহ্যের স্টেশনটির চেহারায় পরিবর্তন ঘটাতে চাইছে রেল। সম্প্রতি সেকশন পরিদর্শনে এসেছিলেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতনকুমার শ্রীবাস্তব। সেই সময়ই তাঁর কাছে স্টেশন সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরে ডিএইচআর। এরপরেই রেল বোর্ডের কাছে প্রস্তাব পাঠানো হয় উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফে। প্রস্তাব যায় ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ সোসাইটির কাছেও। দু’পক্ষ থেকেই সবুজ সংকেত মিলেছে বলে জানা গিয়েছে। এরপরেই একটি বেসরকারি সংস্থার সঙ্গে ডিপিআর তৈরির ব্যাপারে কথা হয়। প্রাথমিকভাবে ওই সংস্থা একটি অ্যানিমেশন ভিডিও তৈরি করে রেলকে দিয়েছে। সংস্কারের পর কেমন হবে নতুন স্টেশন, তা ওই ভিডিওতে ফুটিয়ে তোলা হয়েছে। সূত্রের খবর, রেলকর্তারা বিষয়টি দেখে ছাড়পত্র দেওয়ার পরেই ডিপিআর বানানো হচ্ছে।
২০১৭-তে নতুনভাবে পাহাড়ে মাথাচাড়া দিয়ে উঠেছিল গোর্খা জনমুক্তি মোর্চার পৃথক রাজ্য গোর্খাল্যান্ড আন্দোলন। টানা ১০৪ দিনের বনধের পাশাপাশি আন্দোলনকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে পাহাড়। হেরিটেজ স্বীকৃতি পাওয়া সোনাদা এবং গয়াবাড়ি স্টেশন পুড়িয়ে দেওয়া হয় আন্দোলনের সময়। আঘাত লেগেছিল দার্জিলিং স্টেশনেও। তখন স্থানীয়ভাবেই স্টেশনের সংস্কার হয়েছিল। শুক্রবার ডিএইচআর ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পাওয়ার দিনটি পালন করে। এই উপলক্ষ্যে দার্জিলিং স্টেশনে রেলের এবং ডিএইচআরের কর্তারা উপস্থিত ছিলেন। সেখানেই দার্জিলিং স্টেশনের সংস্কারের কথা ঘোষণা করা হয়। পাশাপাশি, ডিএইচআর-এর পক্ষ থেকে স্থানীয় বিভিন্ন স্কুলের পড়ুয়াদের এদিন সকালে ফ্রি জয়রাইড পরিষেবা দেওয়া হয়। দার্জিলিং থেকে ঘুম হয়ে ফের দার্জিলিংয়ে ফেরে ওই জয়রাইড।