শিলিগুড়ি: সেবকের কিশোর ইশান গুরুংকে খুঁজে পেতে এবার দু’লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলো দার্জিলিং পুলিশ (Darjeeling Police)। মঙ্গলবার বিকেলে দার্জিলিং পুলিশের ফেসবুক পেজে এই ঘোষণা করা হয়েছে। গত শনিবার সেবকের ১০ মাইল এলাকার বাসিন্দা কিশোর গুরুংয়ের ১৪ বছর বসয়ী ছেলে ইশানকে কে বা কারা গাড়িতে তুলে নিয়ে গিয়েছে। সিসিটিভি ফুটেজ থেকে পুলিশ জানতে পেরেছে, ওই গাড়িটি একটি অ্যাম্বুল্যান্স ছিল। কিন্তু কে, কেন কী উদ্দেশ্যে ওই কিশোরকে তুলে নিয়ে গিয়েছে সেটা এখনও স্পষ্ট নয়।
পুলিশের বক্তব্য, অপহরণের ঘটনা হলে মুক্তিপন চেয়ে পরিবারের কাছে ফোন আসার কথা। কিন্তু চারদিন পরেও পরিবারের কাছে কেউ ওই কিশোরের মুক্তিপন চেয়ে ফোন করেনি। এই ঘটনা নিয়ে গোটা উত্তরবঙ্গের পুলিশকেই অবগত করা হয়েছে। পাহাড়, সমতলজুড়ে জেলায় জেলায় ওই কিশোরের খোঁজে নাকা তল্লাশি চলছে।
কিন্তু ওই কিশোরের হদিশ না মেলায় সোমবার গ্রামবাসীরা একজোট হয়ে সেবকে পথ অবরোধ করেছিলেন। প্রায় দু’ঘণ্টা সিকিমগামী জাতীয় সড়ক অবরুদ্ধ করে রাখার পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। কিন্তু মঙ্গলবারও পুলিশ এই ঘটনার কোনও কিনারা করতে পারেনি। বাধ্য হয়েই এবার ওই কিশোরকে খুঁজে বের করতে আর্থিক পুরস্কার ঘোষণা করা হল। কিশোরের ছবি সহ সমস্ত তথ্য সেখানে দেওয়া হয়েছে। যে ওই কিশোরের খোঁজ দিতে পারবে তাঁকে দু’লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।