উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভয়াবহ অগ্নিকাণ্ড দার্জিলিংয়ের কাকঝোড়ায়। ভস্মীভূত হয়ে গেল বনকর্মীদের একটি আবাসন। জানা গিয়েছে, এদিন রাত আটটা নাগাদ আগুন লাগে বনদপ্তরের দার্জিলিং ডিভিশনের আবাসনে। ঘরগুলি কাঠের হওয়ায় দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসে। এই অগ্নিকাণ্ডে বনকর্মীদের আবাসনটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এই আবাসনে ৫টি পরিবার থাকত বলে খবর। কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা জানা যায়নি। জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ। হতাহতের খবর নেই।