উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : দুর্যোগে ১৩ জনের মৃত্যু হল দার্জিলিংয়ে। এর মধ্যে শুধু মিরিকেই মৃত্যু হয়েছে ৯ জনের। ৪ জনের মৃত্যুর খবর মিলেছে সুখিয়াপোখরি থেকে। ধসের জেরে তাঁদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে খবর। প্রশাসনের তরফে উদ্ধার কাজ শুরু করা হয়েছে। ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাহাড়ে। সেকারণে বাসিন্দাদের প্রয়োজন ছাড়া ঘর থেকে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।
শনিবার রাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। বালাসন, তিস্তা, তোর্ষা, জলঢাকা, রায়ডাক, সংকোশ সহ সমস্ত নদীতে বেড়েছে জলস্তর। মিরিক, দুধিয়া, সুখিয়াপোখরি, নাগরাকাটা, বানারহাট, রামসাই এলাকা বর্ষণে ক্ষতির মুখে পড়েছে। পাহাড়ের বিভিন্ন জায়গায় নেমেছে ধস। দুধিয়ায় লোহার সেতু ভেঙে দার্জিলিং, মিরিক সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে। অন্যদিকে, কোচবিহার, দিনহাটার বিভিন্ন অংশে জলমগ্ন হয়ে পড়ছে। প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে।