Darjeeling | দার্জিলিং জেলায় আইসিএসইতে নজরকাড়া ফল পাহাড়-সমতলে

Darjeeling | দার্জিলিং জেলায় আইসিএসইতে নজরকাড়া ফল পাহাড়-সমতলে

শিক্ষা
Spread the love


শিলিগুড়ি: আইসিএসই-তে (ICSE Examination 2025) নজরকাড়া ফল পাহাড় ও সমতলে। ৯৯.২৫ শতাংশ নম্বর পেয়ে রাজ্যে সম্ভাব্য চতুর্থ স্থান দখল করেছে শিলিগুড়ির ডনবস্কো স্কুলের (Don Bosco Faculty) কমার্স বিভাগের ছাত্র ধ্রুব আগরওয়াল। পাশাপাশি কালিংম্পং-এর সেন্ট অগাস্টিন স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্র তেনজিং সেড়ুপ ভুটিয়া ৯৯.২৫ শতাংশ নম্বর পেয়েছে। আগামীতে আইআইটিতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চায় তেনজিং। অন্যদিকে, শিলিগুড়ি (Siliguri) প্রাণামী মন্দির রোড এলাকার বাসিন্দা ধ্রুব দিল্লি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়াশোনা করতে চায়।

 

 

 

 

 

 

 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *