দার্জিলিং: টয়ট্রেনে (Toy Prepare) করে বিসর্জন হল মা দুর্গার। ১১১ তম বর্ষে এই অভিনব কায়দাদেই দেবী বিসর্জনের পরিকল্পনা করেছিলেন দার্জিলিংয়ের (Darjeeling) নৃপেন্দ্র নারায়ণ বেঙ্গলি হিন্দু হলের পুজো কমিটির উদ্যোক্তারা। সেই মতো দশমীর সন্ধেতে টয়ট্রেনের সঙ্গে একটি উন্মুক্ত ট্রলি যুক্ত করে তাতে মায়ের মূর্তি নিয়ে যাওয়া হয় দার্জিলিং শহর থেকে ১২ কিলোমিটার দূরে রংবুলে। ট্রেনের আরও দুটি কামড়ায় ছিলেন পুজো কমিটির কর্মকর্তা ও শোভাযাত্রায় অংশ নেওয়া দার্জিলিংয়ের বাসিন্দারা।
বাতাসিয়া লুপ, ঘুম স্টেশন হয়ে মায়ের মূর্তি বাহিত টয়ট্রেন পৌঁছয় রংবুলে। পুজো কমিটির সম্পাদক শুভাশিস সেনগুপ্ত জানান, দার্জিলিংয়ে বর্তমানে ৩০টি বাঙালি পরিবার রয়েছে যারা জন্মসূত্রে এখানকার বাসিন্দা। কিন্তু তার বাইরেও পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তাঁদের এই পুজোর পাশে এসে দাঁড়ান। তাই তাঁরা এই পুজো ১১১ বছর ধরে করে আসছেন, আগামী দিনেও একই ভাবে এই পুজো তাঁরা চালিয়ে যেতে চান।