Dance Bangla Dance | উনিশবিশার ঋদ্ধির নাচে মুগ্ধ মিঠুন, শিরোপা জয়ের আশায় বুক বেঁধেছে গ্রামবাসী

Dance Bangla Dance | উনিশবিশার ঋদ্ধির নাচে মুগ্ধ মিঠুন, শিরোপা জয়ের আশায় বুক বেঁধেছে গ্রামবাসী

শিক্ষা
Spread the love


ঘোকসাডাঙ্গা: ডান্স বাংলা ডান্সের মঞ্চ কাঁপাচ্ছেন উত্তরবঙ্গের একাঝাঁক নৃত্য শিল্পী। ইতিমধ্যেই প্রতিযোগীতার মূলপর্বে জায়গা করে নিয়েছেন শিলিগুড়ির শ্রেয়া-সুজাতা, কোচবিহার জেলার রিজু-রাজদীপ। এবার নিজের জায়গা পাকা করে নিল মাথাভাঙ্গা ব্লকের উনিশবিশা গ্রামের ঋদ্ধি সরকার। ঋদ্ধির পারফরম্যান্সে মুগ্ধ মহাগুরু মিঠুন চক্রবর্তী।

মাত্র ১১ বছর বয়সেই ডান্স বাংলা ডান্সের মঞ্চ কাঁপাতে প্রস্তুত ঋদ্ধি। নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা পরিবারের। বাবা দীপঙ্কর সরকার কাপড়ের ব্যবসায়ী। মা রূপা সরকার গৃহবধূ। ষষ্ঠ শ্রেণীর ছাত্র ঋদ্ধির নাচে হাতেখড়ি সুকান্ত বর্মনের কাছে।পরবর্তীতে সে নাচের তালিম নেয় জয়গাঁর নৃত্য শিক্ষক ডেভিড রাইয়ের কাছে। তার স্বপ্ন ছিল ডান্স বাংলা ডান্স রিয়্যালিটি শোতে পারফর্ম করা। কঠোর অনুশীলন ও অধ্যাবসায় ঋদ্ধিকে পৌঁছে দিয়েছে ডিবিডির মূল পর্বে। তার নাচ দেখে মুগ্ধ মহাগুরু মিঠুন চক্রবর্তী, শ্রাবন্তী, অঙ্কুশ, যীশু, কৌশানী সহ সকলেই।

ঋদ্ধির সাফল্যে যেমন খুশি পরিবার, ঠিক ততটাই খুশি গ্রামের সাধারণ মানুষ। গ্রামবাসীরা জানিয়েছেন, নাচের এতবড় মঞ্চে কোচবিহার জেলার এতগুলো ছেলেমেয়ের সুযোগ পাওয়া অত্যন্ত গর্বের। তাঁরা প্রত্যেকেই আশাবাদী ডান্স বাংলা ডান্সের মঞ্চে নিজেদের প্রতিভাকে তুলে ধরে জেলার নাম উজ্জ্বল করবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *