উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আমেরিকার ডালাসে (Dallas) আবারও বন্দুকবাজের শিকার হলেন এক ভারতীয় ছাত্র। হায়দ্রাবাদের বাসিন্দা ২৭ বছর বয়সী চন্দ্রশেখর পোল (Chandrashekar Pole) গত রাতে একটি গ্যাস স্টেশনে (fuel station) কাজ করার সময় এক অজ্ঞাতপরিচয় বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার এবং নিজ শহরে।
জানা গেছে, চন্দ্রশেখর পোল ২০২৩ সালে উচ্চশিক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন। ভারতে তিনি ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি শেষ করার পর আমেরিকায় তাঁর মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন মাত্র ছয় মাস আগে। আমেরিকায় একটি পূর্ণ সময়ের চাকরির খোঁজে থাকার সময়ই তিনি হাতখরচ চালানোর জন্য গ্যাস স্টেশনে পার্ট-টাইম কাজ করছিলেন। গত রাতে সেই ডিউটির সময়ই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুত্রের এমন অপ্রত্যাশিত মৃত্যুতে শোকস্তব্ধ চন্দ্রশেখরের পরিবার অবিলম্বে তাঁর দেহ যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে কাতর আবেদন জানিয়েছে।