Dalkhola | পারিবারিক বিবাদের জের! ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার বাবা

Dalkhola | পারিবারিক বিবাদের জের! ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার বাবা

ভিডিও/VIDEO
Spread the love


ডালখোলাঃ পারিবারিক বিবাদের জেরে নিজের ছেলেকেই কুপিয়ে খুন করলেন বাবা। মঙ্গলবার এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে করণদিঘি বিধানসভার ডালখোলা থানার বেগুয়া এলাকার টেনাগাছিতে। মৃতের নাম দয়াল সিংহ(৪৫)। ঘটনায় অভিযুক্ত মৃতের বাবা ঝাপটিয়া সিংহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গিয়েছে, দয়াল সিংহ প্রতিবেশী রাষ্ট্র নেপালে রাজমিস্ত্রীর কাজ করেন। এদিন সকালেই তিনি নেপাল থেকে বাড়িতে ফিরেছেন। বাড়ি ফিরে দয়াল তাঁর স্ত্রী সারথীর সঙ্গে যান মাঠে কাজ করতে। সেখানেই তাঁরা শুনতে পান তাঁর ছেলে সুমিতকে ব্যাপক মারধোর করেছে দয়ালের ভাই রাজকিশোর। তড়িঘড়ি বাড়ি ফিরে সারথী দেওয় রাজকিশোরের কাছে জানতে চান কেন ছেলেকে পিটিয়েছেন তিনি। এরপরেই দুজনের মধ্যে বচসা বেঁধে যায়। বচসা চরম পর্যায়ে পৌঁছলে রাজকিশোর সারথীকে ধারাল অস্ত্রের সাহায্যে আঘাত করে বলে অভিযোগ। স্ত্রীকে বাঁচাতে এগিয়ে আসে দয়াল। এরপরেই দয়ালকে কোদাল দিয়ে আঘাত করেন তাঁর বাবা ঝাপটিয়া সিংহ। তাঁদের চিৎকারে ঘটনাস্থলে আসেন প্রতিবেশীরা। সারথী ও দয়ালকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় স্থানীয় গ্রামীন হাসপাতালে। দুজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের রেফার করা হয় রায়গঞ্জ মেডিকেল কলেজে। মেডিকেলে যাওয়ার পথেই মৃত্যু হয় দয়ালের।

এই ঘটনায় ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগে বাবা ঝাপটিয়া সিংহকে গ্রেপ্তার করেছে ডালখোলা থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে রায়গঞ্জ মেডিকেলে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *