Dalai Lama At 90 | ৯০-এ পা দিলেন দলাই লামা, বৌদ্ধ ধর্মগুরুকে শুভেচ্ছা জানালেন মোদি

Dalai Lama At 90 | ৯০-এ পা দিলেন দলাই লামা, বৌদ্ধ ধর্মগুরুকে শুভেচ্ছা জানালেন মোদি

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : রবিবার ৯০-এ পা দিলেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা। তাঁর পুরো নাম দলাই লামা তেনজিং গ্যাৎসো। এই উপলক্ষ্যে এদিন হিমাচলের ধরমশালায় তাঁর হাজার হাজার অনুসারী উপস্থিত ছিলেন। বৌদ্ধ ধর্মগুরুকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘১৪০ কোটি ভারতবাসীর সঙ্গে আমিও দলাই লামার ৯০ তম জন্মদিনে তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানাই। তিনি প্রেম, করুণা, ধৈর্য এবং নৈতিক শৃঙ্খলার এক স্থায়ী প্রতীক। তাঁর বার্তা সকল ধর্মের মানুষেকে অনুপ্রাণিত করে তুলেছে। আমরা তাঁর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি।’

জন্মদিনে বৌদ্ধ ধর্মগুরুকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘দলাই লামার ৯০ তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাই। তাঁর ঐক্য, শান্তি এবং করুণার বার্তা দিয়ে গোটা বিশ্বকে অনুপ্রাণিত করে চলেছে।’ এদিকে, জন্মদিনে দলাই লামা বলেন, ‘আমি খুবই সাধারণ এক বৌদ্ধ সন্ন্যাসী। আগামীদিনেও আমি মূল্যবোধ এবং ধর্মীয় সম্প্রীতির প্রচারে মনোনিবেশ করে যাব। প্রাচীন ভারতীয় জ্ঞান এবং তিব্বতি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি আমি প্রতিশ্রুতিবদ্ধ।’

জন্মদিনের আগেই উত্তরসূরি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছিলেন তিব্বতি ধর্মগুরু দলাই লামা। বলেছিলেন, প্রচলিত প্রথা মেনেই তাঁর উত্তরসূরি নির্বাচন হবে। সেই অধিকার থাকবে তাঁদের সংস্থা গাদেন ফোদরাং ট্রাস্টের হাতেই। দলাই লামার ঘোষণার পরই অসন্তোষ প্রকাশ করেছিল চিন। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং সাংবাদিক সম্মেলনে ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘শব্দ ব্যবহার ও প্রতিটি পদক্ষেপের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত ভারতের। চিনের অভ্যন্তরণী বিষয়ে নাক গলালে তার প্রভাব ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্কেও পড়বে।’ যদিও তিব্বতি ধর্মগুরু নির্বাচনে জি জিনপিং সরকারের নাক গলানোর বিষয়টি যে ভালো চোখে দেখা হচ্ছে না, সেকথা বুঝিয়ে দিয়েছে নয়াদিল্লি। বৃহস্পতিবার সংখ্যালঘু বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, পরবর্তী দলাই লামা নির্বাচনের অধিকার রয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং বর্তমান দলাই লামার হাতেই। রিজিজুকে বলতে শোনা যায়, ‘যাঁরা দলাই লামার অনুসারী তাঁরা সকলেই জানেন, নির্দিষ্ট সংগঠনই তাঁর উত্তরসূরি বাছবে। তিনি এবং সেই ট্রাস্ট ছাড়া অন্য আর কারও এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *