Dalai Lama | দলাই লামার জন্মদিন ঘিরে ভারত-চিন টানাপোড়েন! মোদির শুভেচ্ছায় তীব্র আপত্তি বেজিংয়ের

Dalai Lama | দলাই লামার জন্মদিন ঘিরে ভারত-চিন টানাপোড়েন! মোদির শুভেচ্ছায় তীব্র আপত্তি বেজিংয়ের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দলাই লামাকে তাঁর ৯০তম জন্মদিনে শুভেচ্ছা জানানো এবং ভারতীয় মন্ত্রীদের ধর্মশালায় তাঁর বাসভবনে জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে চিন। এর মধ্যে দিয়েই কার্যত বেজিং আবারও তিব্বত সংক্রান্ত বিষয়ে তাদের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করল।

এই প্রসঙ্গে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং জানিয়েছেন, তিব্বত নিয়ে চিনের অবস্থান বরাবরই সুসংগত এবং সুপরিচিত। মাও আরও জানান যে, দলাই লামা একজন রাজনৈতিক নির্বাসনে থাকা ব্যক্তি। তিনি এও অভিযোগ করেন, দলাই লামা ধর্মের আড়ালে “জিজাং” (চিনে তিব্বত এই নামেই পরিচিত)-কে বিচ্ছিন্ন করার প্রচেষ্টায় জড়িত।

মাও নিং ভারতকে সতর্ক করে বলেন, “ভারতের উচিত জিজাং সম্পর্কিত বিষয়গুলির চরম সংবেদনশীলতা সম্পূর্ণরূপে উপলব্ধি করা এবং ১৪তম দলাই লামার বিচ্ছিন্নতাবাদী প্রকৃতিকে স্বীকৃতি দেওয়া। জিজাং সম্পর্কিত বিষয়ে চিনের কাছে করা প্রতিশ্রুতিকে সম্মান জানানো উচিত।” তিনি আরও অভিযোগ করেন যে, ভারত দলাই লামা ইস্যুকে ব্যবহার করে চিনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করছে এবং নয়াদিল্লিকে এটি করা থেকে বিরত থাকতে সতর্কও করেছেন তিনি।

গত রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দলাই লামাকে শুভেচ্ছা জানিয়েছিলেন এবং বলেছিলেন যে, তিনি প্রেম, সহানুভূতি, ধৈর্য এবং নৈতিক শৃঙ্খলার এক চিরন্তন প্রতীক। মোদি ‘এক্স’-এ পোস্ট করে বলেন, “তাঁর বার্তা সমস্ত ধর্ম জুড়ে শ্রদ্ধা ও প্রশংসার কথাই বলে। আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করি।” কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, রাজীব রঞ্জন সিং, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু এবং সিকিমের মন্ত্রী সোনম লামা ধর্মশালায় তাঁর জন্মদিন উদযাপনেও উপস্থিত ছিলেন।

গত শুক্রবারও চিনের তরফে মন্ত্রী রিজিজু-র একটি মন্তব্যে আপত্তি জানান হয়েছিল। রিজিজু বলেছিলেন যে, দলাই লামার অবতার তাঁর নিজের ইচ্ছানুযায়ী হওয়া উচিত। এরপরেই চিন ভারতকে তিব্বত-সম্পর্কিত বিষয়ে সতর্কতার সঙ্গে কাজ করার ব্যাপারে সতর্ক করে এবং বলে তাঁদের এমন পদক্ষেপের মধ্যে দিয়ে যেন দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে কোনও প্রভাব না পড়ে।প্রসঙ্গত, গত বুধবার তিব্বতের আধ্যাত্মিক নেতা দলাই লামা জানিয়েছিলেন যে, দলাই লামার প্রতিষ্ঠানটি অব্যাহত থাকবে এবং শুধুমাত্র গাদেন ফোড্রাং ট্রাস্টের (Gaden Phodrang Belief) হাতেই তাঁর ভবিষ্যতের পুনর্জন্মকে স্বীকৃতি দেওয়ার ক্ষমতা থাকবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *