Cylinder Costs Decreased | বাজেট পেশের আগেই এক লাফে কমল গ্যাসের দাম, কোথায়, কত? জেনে নিন…

Cylinder Costs Decreased | বাজেট পেশের আগেই এক লাফে কমল গ্যাসের দাম, কোথায়, কত? জেনে নিন…

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরই শনিবার পেশ হবে কেন্দ্রীয় বাজেট (Union Finances 2025)। এদিকে বাজেট পেশের আগেই কমল বাণিজ্যিক গ্যাসের দাম (Cylinder Costs Decreased)। একলাফে ৭ টাকা কমেছে বাণিজ্যিক গ্যাসের দাম।

এদিন থেকে দিল্লিতে (Delhi) ১৯ কেজি সিলিন্ডারের দাম হল ১৭৯৭ টাকা। বাণিজ্যনগরী মুম্বইয়ে (Mumbai) এই দাম হবে ১৭৪৯ টাকা। কলকাতায় (Kolkata) সেটা ১৯০৭ টাকা। চেন্নাইয়ে (Chennai) দাম হবে ১৯৫৯ টাকা।

হোটেল, রেস্তোরাঁ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে এই বাণিজ্যিক গ্যাস ব্যবহার করা হয়। গত জুলাই থেকে লাগাতার বেড়েছিল এই গ্যাসের দাম। নতুন বছরের শুরুতে বাণিজ্যিক গ্যাসের দাম কমে ১৪.৫০ টাকা করে। এবার ফেব্রুয়ারিতে ফের দাম কমল। তবে বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও গৃহস্থের কোনও সুরাহা হল না। কারণ ডোমেস্টিক এলপিজির দাম অপরিবর্তিত রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *