তাপস মালাকার, নিশিগঞ্জ: নেট দুনিয়ায় প্রতারণার অদ্ভুত নজিরের সাক্ষী থাকল নিশিগঞ্জ। ভার্চুয়ালি টাকা চাইছেন থানার আইসি। অবাক হলেও ফেসবুক ফ্রেন্ড ওই আইসিকে নেটে টাকা পাঠিয়েও দেন পেশায় ব্যবসায়ী রামকৃষ্ণ মালাকার। অথচ আইসি’র সঙ্গে তাঁর সরাসরি আলাপ নেই। টাকা পাঠিয়েও তাই খটকা লাগছিল রামকৃষ্ণর। শুধু ফেসবুকে বন্ধু হওয়ার সুবাদে আইসি কি এত রাতে টাকা চাইবেন?
একটু খোঁজখবর করে মাথায় হাত পড়ে রামকৃষ্ণর। জানতে পারেন টাকা চাওয়ার অ্যাকাউন্টটি ভুয়ো। তিনি প্রতারিত হয়েছেন। প্রাথমিকভাবে অবিশ্বাস করার কারণও ছিল না।
অন্যদিনের মতো সব কাজ সেরে শুক্রবার রাতে মোবাইলে ফেসবুক চেক করার সময় মেসেঞ্জারে কোচবিহার কোতোয়ালি থানার আইসি তপন পালের নামে মেসেজ দেখে অবাক হন নিশিগঞ্জের ওই ব্যবসায়ী।
মেসেজে লেখা, ‘একটু সাহায্য দরকার, ২০ হাজার টাকা পাঠাতে পারবেন?’ সঙ্গে টাকা পাঠানোর স্ক্যানারের ছবি। আইসি তপন পাল নেট দুনিয়ায় বেশ জনপ্রিয়। ক’দিন আগে তিনি রামকৃষ্ণের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করেছিলেন। খানিক অবাক হলেও ২ হাজার টাকা ওই স্ক্যানারের নম্বরে রামকৃষ্ণ পাঠিয়ে আরও কিছু টাকা পরে পাঠাবেন বলে জানান।
আইসি’র আসল প্রোফাইলে প্রায় ৮৩ হাজার ফলোয়ার। নকল অ্যাকাউন্টে বন্ধু সংখ্যা মাত্র ৪ হাজার। এরপরও নকল অ্যাকাউন্ট থেকে রামকৃষ্ণর কাছে মেসেজ আসতেই থাকে। বাকি টাকা দেওয়ার জন্য বারবার বলা হয়। শনিবার থানায় অভিযোগ জানাতে যাওয়ার সময় নিশিগঞ্জ ব্যবসায়ী সমিতির সহ সভাপতি রামকৃষ্ণ মালাকার বলেন, ‘আবেগের বশে ২ হাজার টাকা পাঠিয়ে দেওয়ার পর নিজের ভুল বুঝতে পারি। এখন আরও টাকা চেয়ে মেসেজ এসেই চলেছে।’
এটাই প্রথম নয়। এর আগেও আইসি তপন পালের নামে ভুয়ো অ্যাকাউন্ট থেকে সাধারণ মানুষের থেকে টাকা তোলা হয়েছিল বলে অভিযোগ। তাঁর নামে আগের ভুয়ো অ্যাকাউন্ট নিয়ে সাধারণ মানুষকে আইসি সতর্কও করেছিলেন। তপন বলেন, ‘বিষয়টি নজরে এসেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ পুলিশ জানিয়েছে, সাইবার প্রতারকরা এখন বারবার কৌশল বদলাচ্ছে। চেনা মুখের ছবি, পরিচিত ভাষা এবং হালকা আবেগের মিশেলে তারা ফাঁদ পাতে।
কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই বলেন, ‘সাইবার প্রতারণার বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে ধারাবাহিক প্রচার চালানো হচ্ছে। সাধারণ মানুষকে আরও সতর্ক হতে হবে।’ পুলিশ জানিয়েছে, অভিযোগটি সাইবার ক্রাইম শাখা খতিয়ে দেখছে। সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি সমাজমাধ্যমকে সঠিকভাবে ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।