Crude oil | আমেরিকার চাপেই রাশিয়ার থেকে তেল কেনা কমিয়েছে ভারত, ট্রাম্পের দাবি অস্বীকার বিদেশ মন্ত্রকের  

Crude oil | আমেরিকার চাপেই রাশিয়ার থেকে তেল কেনা কমিয়েছে ভারত, ট্রাম্পের দাবি অস্বীকার বিদেশ মন্ত্রকের  

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বেশ কয়েকদিন ধরেই ঠান্ডা লড়াই চলছে ভারত ও আমেরিকার মধ্যে। কেন ভারত রাশিয়ার থেকে জ্বালানি তেল কিনবে, তাতেই আপত্তি ট্রাম্পের। এরপরেই অর্থনৈতিকভাবে ভারতকে শায়েস্তা করতে ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করতে চাইছে ট্রাম্প প্রশাসন। এই পরিস্থিতিতে ট্রাম্পের দাবি, রাশিয়ার থেকে জ্বালানি তেল (crude oil) কেনা কমিয়ে দিয়েছে ভারত। তাঁর কাছে এমন খবর আছে। তবে কালক্ষেপ না করে ভারতের বিদেশ মন্ত্রক মার্কিন প্রেসিডেন্টের এই দাবি উড়িয়ে দিয়েছে। নয়াদিল্লির তরফে বলা হয়েছে, সরকারের কাছে এমন খবর নেই যে ভারতীয় কোম্পানিগুলি রাশিয়া থেকে জ্বালানি তেল কম আমদানি করছে।

রাশিয়ার থেকে ভারতীয় সংস্থা গুলি জ্বালানী তেল কেনায় যারপরনাই ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প এতটাই ক্ষুব্ধ যে, ভারতকে নানাভাবে কটাক্ষ করতে ছাড়ছেন না তিনি। কখনও বলছেন জ্বালানী তেলের জন্য ভারতকে পাকিস্তানের কাছে যেতে হবে, কখনও বলছেন রাশিয়ার মতোই ভারতের অর্থনীতি মৃত। যদিও ট্রাম্পের এই মন্তব্য নিয়েও মুখ খোলেনি নয়াদিল্লি। এরপরেই ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নয়া হারে আগামী ৭ অগস্ট থেকে নয়া হারে শুল্ক আদায় করবে দেশটি।

ট্রাম্প প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে, রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কিনলে ভারতীয় পণ্যের উপর জরিমানা চাপাবে আমেরিকা। সেই জরিমানার অঙ্ক একশো শতাংশ হতে পারে। এমনই আশঙ্কা করেছেন ভারতীয় রপ্তানিকারকরা। স্বভাবতই তাঁদের মাথায় বাজ পড়েছে।

তবে রাশিয়াকে জড়িয়ে ট্রাম্পের মন্তব্য প্রসঙ্গে ভারতের বিদেশ মন্ত্রকের বক্তব্য, আমদানি-রপ্তানি কতগুলি বাস্তব পরিস্থিতির উপর নির্ভর করে। তাতে অগ্রাধিকার পায় জাতীয় স্বার্থ। ভারত তা বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেয়। তাই ট্রাম্পের বিতর্কিত মন্তব্য নিয়ে মাথা ঘামাতে চাইছে না ভারত।

ভারতের বাণিজ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, বাণিজ্য চুক্তি নিয়ে ভারত-আমেরিকার মধ্যে আলোচনা জারি রয়েছে। চলতি মাসের মধ্যে শুল্ক নিয়ে সুখবর আসতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *