উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : আমেরিকা (America) ইতিমধ্যেই ভারতের ওপরে ২৫ শতাংশ হারে শুল্ক চাপিয়েছে। তারপরেও আরও শুল্ক বাড়ানো নিয়ে লাগাতার হুমকি দিয়ে যাচ্ছেন সেদেশের প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প। এনিয়ে এবার তাঁর দলের সমালোচনার (Criticism) মুখে পড়লেন ট্রাম্প (Trump)।
রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত তথা ভারতীয় বংশোদ্ভূত রিপাবলিকান নেত্রী নিকি হ্যালির (Nikki Haley) মতে, ট্রাম্পের এমন সিদ্ধান্ত ভারত-আমেরিকার সম্পর্ক তলানিতে যেতে পারে। ভারত বরাবরই আমাদের বন্ধু রাষ্ট্র। তাই ভারতকে এভাবে ক্ষেপিয়ে চিনের (Chaina) মতো প্রতিদ্বন্দ্বী দেশকে ছাড় দেওয়াটা ভালো হবে না। এবিষয়ে তিনি ট্রাম্পকে সতর্ক করে দিয়েছেন।
এক্স হ্যান্ডেলে একটি পোস্টে নিকি লেখেন, ‘ভারতের যেমন রাশিয়া থেকে তেল কেনা উচিত নয়, এটা ঠিক। কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বী চিন কিন্তু রাশিয়ার সবচেয়ে বড় তেল ক্রেতা। তারপরও চিনকে ৯০ দিনের শুল্ক (Tariff) ছাড় দেওয়া হচ্ছে। এটা করা উচিত নয়।’
বর্তমান সময়ে যখন ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চিন আগ্রাসী ভূমিকা নিচ্ছে, তখন ভারতের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করা উচিত বলে মনে করছেন নিকি।
নিকির এমন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে দাবি রাজনৈতিক বিশ্লেষকদের। নিকি রিপাবলিকান দলের একজন শীর্ষ নেত্রী। এছাড়াও ট্রাম্প প্রশাসনের আমলে রাষ্ট্রপুঞ্জে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। তাঁর পরিচয় তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক।
এদিকে বেশ কিছুদিন ধরে ট্রাম্প ভারতের বিরুদ্ধে যে সব মন্তব্য করে আসছেন তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রক (Ministry of International Affairs)।
ভারতের তরফে বলা হয়, এধরনের বক্তব্য অযৌক্তিক। কারন রাশিয়ার থেকে তেলা কেনা নিয়ে ভারতের অর্থনৈতিক স্বার্থ জড়িয়ে রয়েছে। পাশাপাশি, ইউরোপ ও আমেরিকাও রাশিয়ার সঙ্গে যে বিভিন্ন বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে সেই বিষয়টিও তুলে ধরা হয়েছে। এটিকে দ্বিচারিতা বলে উল্লেখ করেছে ভারতের বিদেশমন্ত্রক।