Cricketer dies on pitch | ছক্কা মেরেই লুটিয়ে পড়লেন পিচে, খেলার মাঠে মৃত্যু পঞ্জাবের এক ক্রিকেটারের    

Cricketer dies on pitch | ছক্কা মেরেই লুটিয়ে পড়লেন পিচে, খেলার মাঠে মৃত্যু পঞ্জাবের এক ক্রিকেটারের    

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ছক্কা মেরেই হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন পিচের মাঝখানে। এর পরেই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পিচের উপর লুটিয়ে পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক ক্রিকেটার। ঘটনাটি ঘটেছে পঞ্জাবের ফিরোজপুরে। এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। খেলার মাঠে ক্রিকেটারের মৃত্যুর ঘটনা আরও একবার প্রমাণ করল জীবন কতটা ক্ষণস্থায়ী।

ক্রিকেট খেলতে খেলতেই প্রাণ গেল এক ক্রিকেটারের। জানা গিয়েছে, মৃত ক্রিকেটারের নাম হরজিত সিং। এদিন একটি ক্রিকেট ম্যাচ হচ্ছিল পঞ্জাবের ফিরোজপুরের ডিএভি স্কুলের মাঠে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, হরজিত একটি বিরাট ছক্কা মারেন। এরপরেই তিনি ব্যাট হাতে হেঁটে হেঁটে পিচের মাঝখানে যাচ্ছিলেন। আচমকাই তিনি পিচের উপরে হাঁটুগেড়ে বসে পড়েন। প্রথমে মনে হয়েছিল, যেন ব্যাটে ভর দিয়ে একটু জিরিয়ে নিচ্ছেন। সতীর্থ ক্রিকেটারও তাঁর পাশে একইভাবে বসেন। কিছুক্ষণ ওইভাবে থাকার পর মাটিতে মুখ থুবড়ে পড়েন হরজিত। মাঠে থাকা বাকি ক্রিকেটার ও দর্শকরা সঙ্গে সঙ্গে তাঁর কাছে পৌঁছে যান। তাঁকে সিপিআর দেওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি।

চলতি বছরের এপ্রিল মাসে তেলেঙ্গানাতেও একই রকম ঘটনা ঘটেছিল। সিএমআর কলেজ আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে হঠাৎই মাঠের মধ্যে মুখ থুবড়ে পড়ে যান এক বি.টেক পড়ুয়া। হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে বাঁচানো যায়নি। তার আগে গত বছর নভেম্বর মাসে পুণেতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্য হয় ইমরান প্যাটেল নামে এক ক্রিকেটারের। হাসপাতালে নিয়ে যাওয়ারও সময় মেলেনি। মাঠেই মৃত্যু হয় ইমরানের। ২০২৪ সালে এমন ভাবেই মারা গিয়েছিলেন মুম্বইয়ের আরও এক ক্রিকেটার। ৪২ বছর বয়স ছিল তাঁর। ক্রিকেট খেলতে খেলতেই মারা গিয়েছিলেন রাম গণেশ তেওয়ার নামের ওই ব্যক্তি। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু বাঁচানো যায়নি।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *