উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : বুধবার ICC তরফে টেস্ট র্যাঙ্কিংয়ের (Take a look at Rating) নতুন তালিকা প্রকাশিত হয়েছে। ওই তালিকায় প্রথম দশে রয়েছেন ভারতের তিনজন ব্যাটসম্যান। শুভমন গিল (Shubman Gill), যশস্বী জয়সওয়াল (Yasswi Jaiswal) ও ঋষভ পন্থ (Rishabh Pant)। কিন্তু প্রথম দশে থাকলেও তাঁরা আগের থেকে তালিকায় নীচের দিকে নেমে গিয়েছেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে হেডিংলে ও এজবাস্টনে ম্যাচ হওয়ার পর তালিকায় ওপর দিকে উঠে এসেছিলেন তাঁরা। কিন্তু লর্ডসে রান না পাওয়ায় তাঁরা তিনজনেরই তালিকায় পতন হয়েছে।
এজবাস্টনে খেলার পর আইসিসির তালিকায় এক লাফে ছয় নম্বরে উঠে এসেছিলেন শুভমন। কিন্তু লর্ডসে প্রথম ইনিংসে ১৬ ও দ্বিতীয় ইনিংসে ছয় রান করেন তিনি। দুই ইনিংস মিলিয়ে মাত্র ২২ রান করায় নয় নম্বরে নেমে গিয়েছেন ভারত অধিনায়ক (India captain)। বর্তমানে তাঁর রেটিং ৭৬৫।
এদিকে লর্ডসে রান পাননি ভারতীয় ওপেনার যশস্বী। তিনি প্রথম ইনিংসে ১৩ রান ও দ্বিতীয় ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন। দুই ইনিংস মিলিয়ে ১৩ রান করায় যশস্বীও পাঁচ নম্বরে নেমে গিয়েছেন। তাঁর পয়েন্ট ৮০১।
ভারতের উইকেটরক্ষক ব্যটসম্যান পন্থ প্রথম ইনিংসে করেছিলেন ৭৪ রান। দ্বিতীয় ইনিংসে নয়। দুই ইনিংস মিলিয়ে ৮৩ রান করে তিনিও আট নম্বরে নেমে গিয়েছেন।
বদল হয়েছে শীর্ষস্থানেও। লর্ডসে প্রথম ইনিংসে ইংল্যান্ডের হয়ে জো রুট করেছেন ১০৪ রান। দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে ৪০ রান। শতরান করে তাঁর সতীর্থ ব্রুককে টপকে ফের শীর্ষস্থানে চলে এলেন রুট। তাঁর রেটিং ৮৮৮ ও ব্রুকের রেটিং ৮৬৭। হ্যারি ব্রুক রয়েছেন তিনে। দুইয়ে উঠে এসেছেন কেন উইলিয়ামসন।
এদিকে বোলার ও অলরাউন্ডারের তালিকায় কোনও পরিবর্তন হয়নি। বোলারদের তালিকায় শীর্ষে ভারতের জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। তাঁর রেটিং ৯০১। আর ৪০৯ রেটিং নিয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সদস্য রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)।