Covid-19 | দেশে ফের করোনার চোখ রাঙানি! আক্রান্ত প্রায় ৪ হাজার

Covid-19 | দেশে ফের করোনার চোখ রাঙানি! আক্রান্ত প্রায় ৪ হাজার

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের করোনার (Covid-19) বাড়বাড়ন্ত। দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৪ হাজার। খারাপ পরিস্থিতি দিল্লি (Delhi), মহারাষ্ট্র (Maharashtra) এবং কেরলে (Kerala)।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৯৬১ জন। তার মধ্যে দিল্লিতে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৭ জন। মৃতের সংখ্যা ৪। সরকারি হিসাব বলছে, বর্তমানে কেরলে অ্যাকটিভ রোগীর সংখ্যা ১৪৩৫ জন, মহারাষ্ট্রে ৫০৬, দিল্লিতে ৪৮৩, পশ্চিমবঙ্গে ৩৩৯ এবং গুজরাটে ৩৩৮। গত ২৪ ঘণ্টায় কেরল, তামিলনাড়ু এবং মহারাষ্ট্রে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ৩ হাজার ৯৬১ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ১৮৮ জন।

নতুন করে করোনা অ্যাকটিভ কেস বাড়লেও আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলে জানাচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁরা বলছেন, করোনা নতুন করে ছড়ালেও আগের মতো মারণ ক্ষমতা হারিয়েছে। মাস্ক ব্যবহারের পাশাপাশি বয়স্ক ও শিশুদের বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তবে প্রশাসনের তরফে সবরকম সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *