Coochbehar Shootout | শুটআউট কোচবিহারে, দুষ্কৃতীর গুলিতে নিহত তৃণমূল পঞ্চায়েত প্রধানের ছেলে, গুলিবিদ্ধ আরও ১    

Coochbehar Shootout | শুটআউট কোচবিহারে, দুষ্কৃতীর গুলিতে নিহত তৃণমূল পঞ্চায়েত প্রধানের ছেলে, গুলিবিদ্ধ আরও ১    

শিক্ষা
Spread the love


কোচবিহারঃ ফের দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল তৃণমূল পঞ্চায়েত প্রধানের ছেলের। এবার ঘটনাটি কোচবিহারের। গুলিতে জখম আরও এক যুবক। শনিবারের এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে কোচবিহার-২ ব্লকের ডোডেয়ারহাটে। জানা গিয়েছে, এদিন বিকেলে পুন্ডিবাড়ির ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের ছেলে অমর রায় নিজের গাড়িতে সঙ্গীদের নিয়ে বাজার করতে গিয়েছিলেন কোচবিহার-২ ব্লকের ডোডেয়ারহাটে। বাজার করে ফেরার পথে তাঁদের পথ আটকে দুষ্কৃতীরা। অমর রায়কে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন অমর। গুলিবিদ্ধ হন গাড়ি চালকও। গুরুতর জখম অবস্থায় দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অমরকে মৃত বলে ঘোষণা করেন। গুলিবিদ্ধ গাড়ির চালকের চিকিৎসা চলছে কোচবিহার মেডিকেল কলেজে।

স্থানীয়রা জানিয়েছেন, হেলমেট পরে দুষ্কৃতীরা দুটি বাইকে চেপে এসেছিলেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কোচবিহার পুলিশ। দুষ্কৃতীদের পাকড়াও করতে কোচবিহারের জায়গায় জায়গায় নাকা চেকিং শুরু করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *