Coochbehar Kidnap | অনলাইনে মুক্তিপণের টাকা নেওয়াই কাল, কোচবিহারে গ্রেপ্তার ২ অপহরণকারী, উদ্ধার যুবক

Coochbehar Kidnap | অনলাইনে মুক্তিপণের টাকা নেওয়াই কাল, কোচবিহারে গ্রেপ্তার ২ অপহরণকারী, উদ্ধার যুবক

শিক্ষা
Spread the love


কোচবিহার: অসমের অপহৃত যুবক উদ্ধার হল কোচবিহারের এক হোটেল থেকে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতেও মঙ্গলবার মধ্যরাতে যুবককে উদ্ধার করে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। সেই হোটেল থেকেই গ্রেপ্তার হয় দুই অপহরণকারী কোচবিহার-১ ব্লকের বাসিন্দা রামকৃষ্ণ ভৌমিক (২৪) ও গোলকগঞ্জের বাসিন্দা মুকুল পোদ্দার। বুধবার ধৃতদের কোচবিহার জেলা আদালতে তোলা হয়। পাঁচ দিনের হেপাজতে নেয় পুলিশ।

জানা গিয়েছে, অপহৃত যুবকের নাম বিশ্বজিৎ সরকার। গত ১৬ মার্চ তাঁকে অপহরণ করা হয় অসমের গোলকগঞ্জ থেকে। অপহরণের পর যুবকের পরিবারের কাছে ১ লক্ষ টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা। তার মধ্যে অপহৃতের মা অনলাইনের মাধ্যমে ১৬ হাজার টাকা দিয়েও দেন। এরপরেই অভিযুক্তদের মোবাইলফোন ট্র্যাক করতে শুরু করে পুলিশ। সেই সূত্র ধরে পুলিশ খবর পায় অভিযুক্তরা কোচবিহারের একটি হোটেলে রয়েছেন। সেই খবর পাওয়া মাত্রই পুলিশ এই হোটেলে হানা দিয়ে উদ্ধার করে অপহৃত যুবক বিশ্বজিৎকে। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় দুই অপহরণকারীকে। কোচবিহার কোতোয়ালি থানায় সাংবাদিক সম্মেলন করে পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেছেন,‘অপহরণকারীদের গ্রেপ্তার করে ৫ দিনের হেপাজতে নেওয়া হয়েছে। এই অপহরণের পিছনে অন্য কোনও মোটিভ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *