Cooch Behar | সৃজিতের সিনেমায় উত্তরের ‘কাকা-ভাইঝি’

Cooch Behar | সৃজিতের সিনেমায় উত্তরের ‘কাকা-ভাইঝি’

শিক্ষা
Spread the love


দেবদর্শন চন্দ, কোচবিহার: সৃজিতের সাবাসিতে আপ্লুত কাকা-ভাইঝি। বাস্তবে অবশ্য তাঁরা কাকা-ভাইঝি নন, সৃজিতের সিনেমায় অভিনয় তাঁদের আত্মীয়তার বন্ধনে জুড়ে দিয়েছে। তারা নিধি মাহাতো এবং কল্যাণময় দাস। কোচবিহার (Cooch Behar) শহরের বাসিন্দা নিধি অভিনয় করেছে অভিনেত্রী কৌশানীর ছোটবেলার চরিত্রে এবং তাঁর কাকার চরিত্রে অভিনয় করেছেন কল্যাণময়।

মাত্র তিন বছর বয়সে ‘মাস্টার বিট্টু’-র চরিত্রে অভিনয় করে তাক লাগিয়েছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী। কোচবিহারের নিধি কিন্তু এতদিন অভিনয়ের সঙ্গে যুক্ত ছিল না। শহরের দুর্গাবাড়ি মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দা নিধির বাবা চন্দন মাহাতো পেশায় ব্যবসায়ী, মা গৃহবধূ। আঞ্জুমান-ই-ইসলামিয়া বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এই পড়ুয়া কী করে অভিনয়ের সুযোগ পেল?

কৌশানীর ছোটবেলার চরিত্রে অভিনয়ের জন্য ডিসেম্বর থেকে এক খুদের খোঁজ করছিলেন কল্যাণময় দাস। অনেক পরে নিধির খোঁজ পান আঞ্জুমান-ই-ইসলামিয়া স্কুলের শিক্ষিকা দেবলীনা বিশ্বাসের থেকে। এরপর কল্যাণময় নিধির ছবি পাঠাতেই সৃজিতের তরফ থেকে মেলে সম্মতি। নিধি এদিন কালিম্পংয়ে বসে ফোনে বলল, ‘প্রথমে যখন ম্যাম আমাকে অভিনয়ের কথা জানায়, তখন আমি বিশ্বাসই করিনি। তারপর এখানে এলাম, কৌশানী দি’র সঙ্গে দেখা হল। দিদি বলেছে, ভালো করে অভিনয় করতে।’

ছবিতে ছোট চরিত্রে অভিনয় করলেও কল্যাণময়ের পরিচিতি নাট্যশিল্পী হিসেবে। এর আগে তিনি ‘রসগোল্লা’, ‘একটি অন্য প্রেমের গল্প’ সহ একাধিক ছবি এবং ধারাবাহিকেও অভিনয় করেছেন। বললেন, ‘কলকাতা এবং মুম্বইয়ের সঙ্গে আমার পরিচয় দীর্ঘদিনের। যখনই ওদের নতুন ছবির চরিত্রের প্রয়োজন হয়, তখনই তারা আমাকে জানায়।’ এবারেও কল্যাণময়ের হাত ধরে এই ছবিতে অভিনয় করছে নিধি, গুঞ্জিতা এবং বান্টি।

ছবিটিতে কৌশানীকে দেখানো হয়েছে উত্তরবঙ্গের মেয়ে হিসেবে। সেই সূত্রে উত্তরের ছেলেমেয়েদের প্রাধান্য দেওয়া হয়েছে ছবিটিতে। নিধির পাশাপাশি ছবিতে সন্দীপ্তার ছোটবেলার চরিত্রে অভিনয় করছে রামপুরের মেয়ে গুঞ্জিতা সরকার। ওদলাবাড়ির বান্টি মণ্ডল অভিনয় করছেন কৌশানী এবং সন্দীপ্তার শিক্ষকের চরিত্রে।

১৩ বছর আগের ‘হেমলক সোসাইটি’-র সঙ্গে সাযুজ্য রেখে সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি তৈরি হচ্ছে ‘কিলবিল সোসাইটি’। সেখানে মুখ্য চরিত্রে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং কৌশানী মুখোপাধ্যায়। ছবিতে কৌশানীর বান্ধবী হিসেবে দেখা যাবে সন্দীপ্তা সেনকে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় আপাতত সেই শুটিং শুরু হয়েছে। শুক্রবার মেটেলি চা বাগানের দীর্ঘদিনের পুরোনো আবাসে শুট হয়েছে। সেখানেই অভিনয় করেছে কোচবিহারের ছোট্ট নিধি এবং কল্যাণময়। ছবিতে এই আবাসেই কৌশানীর বেড়ে ওঠা দেখানো হবে। শনি এবং রবিবার লাভা, ডেলো, কালিম্পংয়ে শুট করা হবে।

কল্যাণময় বললেন, ‘শুক্রবার শুট শেষের পর সৃজিতদা মনিটর থেকে উঠে এসে কাঁধে হাত রেখে বলেছেন, ‘ওয়েল ডান, দাদা। ওয়েল ডান।’ এত বড় একজন মানুষের এই ব্যবহারে আমি সত্যিই অবাক, আপ্লুতও।’ কল্যাণময় জানান, সৃজিতের ছবিতে প্রথমবার তিনি কাজ করছেন এবং এই সুযোগ পেয়ে তিনি ধন্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *